মহাস্থান বন্দরে যুবদলের বিশাল মিছিল
বর্তমান সময়কাল হাসিনা
সরকারের বিদায়কাল
..............তাহেরুল ইসলাম
চেতনা বার্তা (মহাস্থান,বগুড়া) প্রতিনিধি ঃ
নির্দলীয় নিরপেক্ষ ত্বত্তাবধায়ক সরকারের দাবীতে১৮দলীয় জোটের ডাকার ৬০ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার বৈকাল ৫টায় বগুড়া জেলার শিবগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলামের নেতৃত্বে মহাস্থান বন্দরে হরতালের পক্ষে এক বিক্ষোভ মিছিল মহাস্থান বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম বলেন, হাসিনা সরকারের বিদায় ঘন্টা বেঁচে উঠেছে। তাই তিনি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে ভয় পাচ্ছেন। তিরি আরো বলেন, বর্তমান সময়কাল হাসিনা সরকারের বিদায়কাল। তারেক রহমান এদেশের অন্যতম জনপ্রিয় নেতা। তাই হাসিনা সরকার তারেক ভয়ে ভীত। তারেক জ্বরে আক্রান্ত আওয়ামী সরকার। তারেকের জনপ্রিয়তার ভয়ের কারণেই তাকে বার বার নানা ভাবে হয়রানি করা হচ্ছে। দেশের মাটিতে একদলীয় কায়দায় নির্বাচন হতে দেওয়া হবে না। আর তা হলে দেশ থেকে আওয়ামীলীগ পালিয়ে যেতে বাধ্য হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। এসময় মিছিলে অংশগ্রহণ করেন জেলা সমবায় দলের সাধারণ সম্পাদক নোমান, রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিন, দেলোয়ার হোসেন, বেলাল, ধলু, থানা যুবদলের সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক সম্পাদক সেমিল আহম্মেদ, রায়নগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আনিছুর রহমান, জামায়াত নেতা আব্দুর রউফ, সাইফুল ইসলাম, মুনছুর রহমান, যুবদল নেতা শাহিনুর ইসলাম, আজিজুল, সোহাগ, আতিক, লিলু, রায়হান, খোকন, আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা হাসান, সনি, রিপন, পিয়াস, সুলতান, রাজু, রানা, বুলু, তারেক রহমান, সহিদুল, মুক্তার, জাদিদ, রাহাত, রকি, সুমন, শিবির নেতা আব্দুল হাকিম সহ ১৮দলীয় জোটের নেতামর্কী অংশগ্রহণ করেন। নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের দাবীতে ১৮দলের ডাকা ৬০ ঘন্টার হরতালের প্রথমদিনে রাস্তাগুলো ছিল একেবারে খোলা মাঠের মতো। দোকানপাট ছিল বন্ধ। সবকিছু মিলে জনগণ স্ততঃফুর্তভাবে দ্বিতীয় দিনের হরতাল পালন করে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মিছিলে অংশগ্রহণকারী সবার হাতেই ছিল দেড় হাত মাপের একটি করে লাঠি।