GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্ক: পাঁচ দিন পর বুধবার রাতে গুলশান কার্যালয়ে এলেন বেগম খালেদা জিয়া। রাত ৮টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে আসেন। এ সময় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

চেয়ারপারসনের সাথে দেখা করতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গুলশান কার্যালয়ে ভিড় জমিয়েছে। আন্দোলন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে একটি সূত্র।

গুলশান কার্যালয়ে উপস্থিত আছেন- স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মনিরুজ্জামান মিয়া, সাবেক সচিব আসাফদ্দৌলা, বিএনপির ভাইস-চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, সেলিমা রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা শফিক রেহমান, মাসুদ তালুকদার, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, এডভোকেট নিতাই রায় চৌধুরী এবং বিএনপির মহিলা সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন রেহানা আক্তার রানু, শাম্মি আক্তার, রাশেদা বেগম হিরা।  এছাড়াও আইনজীবী পরিষদের নেতারাও উপস্থিত রয়েছেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত আছেন।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top