GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

বহুবিবাহ নিষিদ্ধ করতে আনুষ্ঠানিকভাবে আইন প্রণয়নের পথে এগোচ্ছে ভারতের আসাম রাজ্য। রাজ্যের বিধানসভায় এরই মধ্যে একটি বিল উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিলে বহুবিবাহকে সরাসরি ‘অপরাধ’ বলা করা হয়েছে।


বিলে বলা হয়েছে, কেউ যদি প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় ফের বিয়ে করে, তার সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হতে পারে। তবে কেউ যদি প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টা করে, সেই ক্ষেত্রে শাস্তির মেয়াদ বেড়ে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারে।

‘আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’ মঙ্গলবার স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতিক্রমে পেশ করেন মুখ্যমন্ত্রী। বিরোধী দল কংগ্রেস, সিপিএম ও রাইজোর বিধায়কেরা ওয়াকআউট করায় তাদের অনুপস্থিতিতেই বিল উপস্থাপন করা হয়।
 
প্রস্তাবিত আইনটি ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা ছাড়া আসামজুড়ে কার্যকর হবে। তবে সংবিধানের ৩৪২ অনুচ্ছেদে উল্লেখিত তফসিলি জাতি ও জনজাতির সদস্যদের এই আইন থেকে অব্যাহতি দেয়া হবে।
বিলটির লক্ষ্য—রাজ্যে বহুবিবাহের প্রচলন সম্পূর্ণরূপে বন্ধ করা। নতুন আইনে বহুবিবাহকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান থাকছে। আর বিয়ের তথ্য গোপন করলে সর্বোচ্চ ১০ বছর কারাগারে থাকার শাস্তি প্রযোজ্য হবে, সাথে থাকবে জরিমানাও।
 
এছাড়া পুরো বিবাহ প্রক্রিয়ায় যারা জড়িত থাকবেন যেমন কাজি, পুরোহিত, গ্রামপ্রধান, পিতা-মাতা বা আইনগত অভিভাবক- তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রস্তাব রাখা হয়েছে। ভুক্তভোগী নারীদের ক্ষতিপূরণের বিষয়টিও বিলে অন্তর্ভুক্ত আছে।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top