GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

ডেস্ক রিপোর্ট : দেশের বিভিন্ন পিটিআইতে ৮১ জন পিটিআই সহকারী সুপারিনটেনডেন্ট গত ৪ আগস্ট পূর্বাহ্নে যোগদান করেছেন। 

পিটিআই তে দীর্ঘদিন ধরে কর্মরত ৮১ জন পিটিআই ইন্সট্রাক্টর সহকারী সুপারিনটেনডেন্ট পদে পিটিআই সমূহে যোগদান করায় পিটিআই গুলোতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। 

এ সময় পিটিআইতে  কর্মরত ইনস্ট্রাক্টর ও অন্যান্য কর্মচারীবৃন্দ যোগদানকৃত সহকারী সুপারিনটেনডেন্টদেরকে সাদরে বরণ করে নেন। 

এর আগে গত ৩১ জুলাই নিয়োগ বিধিমালা যথাযথভাবে অনুসরণ পূর্বক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৮২ জন পিটিআই ইন্সট্রাক্টরকে সহকারী সুপারিনটেনডেন্ট পদে পদায়ন করেন। পদায়ন প্রাপ্ত একজন সহকারী সুপারিনটেনডেন্ট ইত:পূর্বে অন্য প্রতিষ্ঠানে চাকরি নেয়ায় তিনি যোগদান করেননি।

এদিকে সহকারী সুপারিনটেনডেন্ট পদে পদায়ন নিয়ে মাঠ পর্যায়ে সংশ্লিষ্টগণ সন্তোষ প্রকাশ করেছেন। পিটিআই কর্মরতগণ এই পদায়নের জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

পিটিআই এর বিভিন্ন পর্যায়ের কর্মরতদের সাথে কথা বললে তারা জানান, এই পদায়নের মাধ্যমে পিটিআইতে দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদ গুলো পূরণ হয়েছে। পদায়নের জন্য নির্বাচিত কর্মকর্তাগণ তাদের কাংখিত পদায়ন পেয়েছেন। যা পিটিআই এর প্রশিক্ষণ কার্যক্রম আরো গতিশীল ও অর্থবহ করে তুলবে। সামগ্রিক ভাবে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে ভূমিকা রাখবে। 

উল্লেখ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩ অনুযায়ী কর্মরত ইন্সট্রাক্টরদের মধ্য হতে পিটিআই সহকারী সুপারিনটেনডেন্ট পদে পদায়ন করা হয়। উক্ত নিয়োগ বিধিমালা অনুযায়ী সহকারী সুপারিনটেনডেন্ট মোট পদের ৮০% পিটিআই ইন্সট্রাক্টরগণ এবং ২০% ইউপিইটিসি (পূর্বের ইউআরসি) ইন্সট্রাক্টরগণ পদোন্নতি পেয়ে থাকেন। পিটিআই ইন্সট্রাক্টর ও ইউপিইটিসি (পূর্বের ইউআরসি) গণের সমন্বিত গ্রেডেশন নেই। উভয় পদের আলাদা আলাদা গ্রেডেশন রয়েছে। গ্রেডেশনের সেই তালিকা হতে নিয়োগ বিধিমালা অনুযায়ী জেষ্ঠ ইন্সট্রাক্টরগণ সহকারী সুপারিনটেনডেন্ট মোট পদের শতকরা হিসেব অনুসারে পদায়ন পেয়ে থাকেন। ইতোপূর্বে ইউপিইটিসি (পূর্বের ইউআরসি) ইন্সট্রাক্টরগণ তাদের প্রাপ্য ২০% অনুসারে সহকারী সুপারিনটেনডেন্ট পদে পদায়ন পেয়ে যোগদান করেন।



Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top