আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: সোমবার সকালে সদরের গোকুলে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত। প্রতিবাদে ২ ঘন্টা মহাসড়ক অবরোধ। স্বজনদের আহাজারী।
জানা গেছে, সোমবার সকালে বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া গ্রামের গোকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রিয়াদ (১২) প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বগুড়া রংপুর মহাসড়কের মহাস্থান ক্লিনিকের সামনে রংপুর থেকে বগুড়াগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবাদে রংপুর বগুড়া মহাসড়ক সকাল ৯টা ১১টা পর্যন্ত অবরোধ করে রাখে। ঘটনাস্থলে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আক্তার জাহান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার তানিয়া ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ঘটনাস্থলে পৌছে দোষী ড্রাইভারের এবং শাস্তি ও নিহত পরিবারের ক্ষতি পূরণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। রিয়াদ মহাস্থান গ্রামের মিলনের প্রথম পুত্র বলে জানা গেছে। তার নানা গোকুল উত্তরপাড়া গ্রামের আনিছার রহমানর আনি এর বাড়ি থেকেই পড়াশুনো করতো। রিয়াদের আকস্মিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।