আগামীকাল বগুড়ায় আসছেন অনন্ত এবং বর্ষা। অনন্ত জলিল নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে পোস্ট করে এমনটি জানান,
নিম্নে হুবহু তা তুলে ধরা হলো--
আসসালামুয়ালাইকুম , প্রিয়
বন্ধুগন আমার একজন ভক্ত যার নাম রানা যে কিনা প্রতিবন্ধী রানা হিসেবে
পরিচিত, সে আমার প্রথম সিনেমা খোঁজ দ্যা সার্চ দেখার পর থেকে আমার সাথে
দেখা করার জন্য নানা ভাবে চেষ্টা করে আসছে এমন কি তার নিজ এলাকায় নিজ
অর্থায়নে আমার নামে বিভিন্ন প্রকার সমাজসেবা মূলক কাজ করে আসছে যা ওই
এলাকার লোকজন অবগত আছে। আমি তাকে কথা দিয়েছিলাম আমাদের দিন দ্যা ডে
সিনেমাটি যখন রিলিজ হবে তখন আমি তার সথে দেখা করতে তার গ্রামের বাড়িতে
যাবো। আমি আমার কথা রাখার জন্য প্রতিবন্ধী রানা এবং অত্র এলাকাবাঁশির সথে
দেখা করার জন্য আগামীকাল ১৪ জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় আসতেছি
ইনশাআল্লাহ। নিম্নে তার ঠিকানা দেওয়া হলো।
কলিপাড়া আই এইচ হাই স্কুল খেলার মাঠ, গ্রাম: নিমার পাড়া, ইউনিয়ন: জাম গ্রাম, কাহালু, বগুড়া।
আমরা ইনশাআল্লাহ রানার সথে
দুপুরের খাবার খাবো এবং দুপুরের খাবার শেষ করার পর রানাকে নিয়ে ৩৪
কিলোমিটার দূরে অবস্থিত মধুবন সিনেপ্লেক্স, বগুড়ায় যাবো এবং ৩ টার শো তে
সিনেমা দেখবো। মধুবন সিনেপ্লক্সে আগত সকল দর্শকদের সথে একত্রে সিনেমা দেখবো
এবং মতবিনিময় করবো ইনশাআল্লাহ। সমস্ত সাংবাদিক ভাই ও বোনেরা আপনারাও
মধুবন সিনেপ্লেক্স, বগুড়ায় আমন্ত্রিত, আপনাদের সথেও মতবিনিময় ও একসাথে
সিনেমা দেখবো ইনশাআল্লাহ।
ধন্যবাদান্তে - অনন্ত এবং বর্ষা