GuidePedia
সর্বশেষ খবরঃ
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু তালেব ম-ল ও শিবিরের শহর শাখার সভাপতি আরিফুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে পাবনায় জামায়াতের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

হরতালের শুরুতে মঙ্গলবার সকাল ৮টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের ক্যালিকো কটন মিল এলাকায় হরতালের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

এ ছাড়া পাবনা-কুষ্টিয়া মহাসড়কের নতুন হাট গোল চত্বর, চাঁদ আলীর মোড়, কলেরকান্দি বটতলা এলাকায় পিকেটিং করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

এদিকে হরতাল চলাকালে এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালে নাশকতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

হরতালের কারণে পাবনা থেকে দূরপাল্লাার ভারী যান চলাচল বন্ধ রয়েছে। শহরের ভেতর হালকা যান চলাচল স্বাভাবিক রয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে।

এর আগে হরতাল-অবরোধ চলাকালে নাশকতা সৃষ্টির মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব ম-ল ও শহর শিবির সভাপতি আরিফুল ইসলামকে সোমবার দুপুরে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে বিকালে এই হরতালের ডাক দেয় জেলা জামায়াত।
Comments
0 Comments
 
Top