GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ চলতি সপ্তাহে সুইজারল্যান্ডে শুরু হতে যাওয়া সিরিয়ার শান্তি আলোচনার প্রথম পর্যায়ে যোগ দেয়ার জন্য ইরানকে জানানো আমন্ত্রণ প্রত্যাহার করেছে জাতিসংঘ। এর আগে রবিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইরানকে এই আমন্ত্রণ জানালে তা গ্রহণ করে ইরান।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের একজন মুখপাত্র জানান, শান্তি আলোচনার অন্যতম পূর্ব-শর্ত হিসেবে সিরিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব ইরান মেনে নেবে না বলে প্রকাশ্যে ঘোষণা দেয়ায় ওই আমন্ত্রণ প্রত্যাহার করা হয়েছে।

ঐ মুখপাত্র বলছেন, ইরান এই পূর্বশর্ত মেনে নেবে বলে বান কি মুনকে বিভিন্ন বৈঠক এবং টেলিফোন আলাপে ব্যক্তিগতভাবে আশ্বাস দিয়েছিলেন দেশটির কয়েকজন নেতৃবৃন্দ।

কিন্তু সোমবার সরকারি বিবৃতিতে ইরান জানিয়ে দেয় তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব মেনে নেবে না।

এদিকে ইরানকে আমন্ত্রণ করার পর সিরিয়ার বিরোধী ন্যাশনাল কোয়ালিশন জানিয়েছিল ইরান অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টি মেনে না নিলে তারা আলোচনায় অংশ নেবে না।

তবে আমন্ত্রণ প্রত্যাহারের পর এখন তারা বলছে তারা জেনেভায় আলোচনায় যোগ দেবে।
Comments
0 Comments
 
Top