ডেস্ক রিপোর্ট: উদিয়মান কিশোর গায়ক তাহছির আহম্মেদ তানভীর এর কণ্ঠে ২য় নাশীদ রিলিজ হয়েছে আজ বিকাল তিনটায় ইসলামী হামিং টিউন এর ব্যানারে। এই নাশীদটিতে আল্লাহর নিয়ামাতের বর্ণনা করা হয়েছে। স্বীকৃতি দেওয়া হয়েছে রবের সৃষ্টির।
নদী-নালা,
খাল-বিল,গাছ-গাছালি, পাখ-পাখালি, পাখির গুঞ্জন। চন্দ্রের আলো দ্বারা পৃথিবীর
সৌন্দর্যের যে সৃজনতা; তা কে করেছে? নিশ্চয়ই আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা
করেছেন।
আর এসবেরই বর্ণনা নিয়ে
একটি অসাধারণ নাশীদ লিখেছেন এ সময়ের তরুণ গীতিকার মোঃ রাশেদুজ্জামান। তিনি শুধু এই
নাশীদটির গীতিকারই নন, তিনি সুরও দিয়েছেন এই হৃদয় কাড়া নাশীদে।
নাশীদটির স্যুটিং করা
হয়েছে উত্তরবঙ্গের জনপ্রিয় বিনোদন কেন্দ্র “মম ইনে”।
প্রযোজনা করেছে Islami Humming Tune নামে ইউটিউব
চ্যানেল। চ্যানেলটির লিঙ্ক:
https://www.youtube.com/@IslamiHummingTune
নাশীদের লিঙ্ক : https://youtu.be/2PuDE9NJor4
নাশদটির পুরো লিরিক্স নিচে
দেওয়া হলো।
“আল্লাহ্ সুবহান”
মোঃ রাশেদুজ্জামান
-------------------------
কৃষ্ণচূড়া, রাধাচূড়া ফুটেছে ঐ ফুলবনে
গুনগুনগুন রব উঠেছে পাখিদের গুঞ্জনে।
এমন সুন্দর প্রকৃতি কে করলো দান?
সে যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ সুবহান!
আল্লাহ্ সুবহান!, আল্লাহ্ সুবহান!
আল্লাহ্ সুবহান!, আল্লাহ্ সুবহান!
জগতজুড়ে আঁকাবাঁকা নদী বহমান,
কলকলিয়ে, ছলছলিয়ে সুরের কলতান;
গাছ-গাছালি, পাখ-পাখালি সৃষ্টি সুমহান,
সুর-লহরীর সুরের তালে, হৃদয় বেগবান।
কে ভরালো নিয়ামতে সারাটি জাহান?
সে যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ সুবহান!
আল্লাহ্ সুবহান!, আল্লাহ্ সুবহান!
আল্লাহ্ সুবহান!, আল্লাহ্ সুবহান!
বৃষ্টি ঝরে তাপদাহে হতে আসমান,
বিলে-ঝিলেও পুষ্প ফোটে থেকে ভাসমান;
গভীর রাতে আলো জ্বলে চন্দ্র দীপ্যমান,
যেদিকে তাকাই দেখি চারু দৃশ্যমান।
কে সাজালো বিশ্বটাকে দয়ায় বিদ্যমান?
সে যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ সুবহান!
আল্লাহ্ সুবহান!, আল্লাহ্ সুবহান!
আল্লাহ্ সুবহান!, আল্লাহ্ সুবহান!