চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিৎপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৭) প্রলোভন দেখিয়ে নিজ কক্ষে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয়েছেন ওই স্কুলের সহকারি শিক্ষক (শরিরচর্চা) গোলাম কবির (৫৪)। ওই ছাত্রীর চাচার দায়েরকৃত মামলায় তাকে বুধবার (২৪ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া ওই শিক্ষককে ঘটনার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ও শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বিদ্যালয়, বিদ্যালয়ের সামনের মাঠে ও সংলগ্ন সোনামসজিদ মহাসড়কে ব্যাপক বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় তারা মহাসড়ক অবরোধ করে। এতে ব্যস্ত মহাসড়কে শতশত গাড়ি বারবার আটকা পড়ে যানজট সৃষ্টি হয়। পরে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জর পৌর মেয়র, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যরাসহ জনপ্রতনিধি এবং অতিরিক্ত জেলা প্রশাসক, ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে দুপুর আড়াইটা নাগাদ পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আসে।
উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জমান বলেন, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্ত শিক্ষকের নিজ অফিস কক্ষে ওই শিক্ষক ও ছাত্রীকে অবরুদ্ধ করে শিক্ষার্থী ও স্থানীয়রা। এরপর তারা বিক্ষোভ করতে থাকলে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশ সন্ধ্যায় ওই শিক্ষককে থানায় নিয়ে যায়। গত মঙ্গলবার রাতেই ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়।
এদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় ম্যানেজিং কমিটির সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। বুধবার ওই ঘটনাকে কেন্দ্র করে স্কুল ও আশেপাশে আবারও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় বিক্ষোভকারীরা অনান্য কিছু দাবিও জানায় ও স্কুল প্রশাসনের বিরুদ্ধেও বিক্ষোভ করে। পরিস্থিতি খারাপ হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছুটে আসেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শুরু হয়েছে।