‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতপাদ্যে বগুড়ার কাহালু উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও পোনামাছ অবমুক্ত করা হয়। এর আগে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। এতে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।
মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় উপজেলার চাষি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। সম্মাননা পেয়েছে বিবিরপুকুর শাহ সুলতান শাহজালাল মৎস্য বীজাগারের আলহাজ্ব মো. শফিকুল ইসলাম। তিনি মৎস্য উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় দুই বার জাতীয় স্বর্ণপদক ও রৌপ্যপদক অর্জন করেন। এছাড়াও পুরস্কার পেয়েছেন নোমান মামুন, আব্দুর রাজ্জাক, আব্দুল বারী, মো. শাহরিয়ার হোসেন ও লিয়াকত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজসহ আরো অনেকে।