GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ ও সহকারী শিক্ষক বাবুল পালের বিরুদ্ধে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে। এসময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিক্ষোভ ও মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ একজন চরিত্রহীন। তিনি একজন শিক্ষক হয়ে কি করে মেয়ের সমতুল্য এক শিক্ষার্থীকে কু-রুচিপূর্ণ ও আপত্তিকর কথা বলেন। এসময় শিক্ষার্থীরা চরিত্রহীন শিক্ষক হঠাও, পাইলট বাঁচাও, বিচার চাই, বিচার চাই, চরিত্রহীন শিক্ষকের বিচার চাই, বলে বিভিন্ন স্লোগান দেয়। তারা বলেন, আমরা এর আগেও আন্দোলন করেছিলাম। উপজেলা প্রশাসন আমাদেরকে তদন্ত করে বিচারের আশ্বাস দিলেও আজও এর কোন বিচার পেলাম না।

শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে এই চরিত্রহীন লম্পট প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ ও বাবুল চন্দ্র সাহার অপসারণ চাই। দ্রুত এই শিক্ষকের অপসারণ করা না হলে আমরা আন্দোলন অব্যাহত রাখবো। এ ব্যাপাারে অভিযুক্ত প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ এ বিষয়ে কিছু বলতে নারাজ। তিনি বলেন, যা বলার প্রশাসনকে বলবো। অপর অভিযুক্ত শিক্ষক বাবুল চন্দ্র সাহা একইভাবে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে ইচ্ছুক নন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন বলেন, আমি যেহেতু নতুন এসেছি। আমার উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top