রবিবার নাটোর পিটিআই তে শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। নাটোর পিটিআই তে প্রশিক্ষণরত ৮৭ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাদের তৈরিকৃত শিক্ষা উপকরণ সমূহ মেলায় প্রদর্শন করেন। পাঠকে সহজ, সাবলীল ও আকর্ষণীয় করে তোলার জন্য অংশগ্রহণকারী শিক্ষকগণ পাঠভিত্তিক এই উপকরণ সমূহ তৈরি করেছেন।
মেলায় শিক্ষকগণ তাদের উপকরণ সমূহের উপযোগিতা তুলে ধরেন। কোন পাঠে কিভাবে উপকরণ সমূহ ব্যবহারের মাধ্যমে পাঠকে ফলপ্রসূ করা যাবে তার ব্যাখ্যাও তুলে ধরেন। নাটোর পিটিআই এর সুপারিনটেনডেন্ট এমএইচএম রুহুল আমিন, সহকারী সুপারিনটেনডেন্ট মো: হেলাল উদ্দিন মন্ডল ও অন্যান্য ইন্সট্রাক্টর বৃন্দ শিক্ষকদের প্রদর্শনকৃত উপকরণ সমূহ পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলায় ঘুরে ঘুরে উপকরণ সমূহ দেখে এবং তাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ করা যায়।
নাটোর পিটিআই এর সুপারিনটেনডেন্ট এমএইচএম রুহুল আমিন বলেন, শিক্ষা উপকরণ মেলা এপিএ এর অংশ। এই আয়োজন এর মাধ্যমে শিক্ষকদের পাঠ সংশ্লিষ্ট উপকরণ সমূহ পর্যবেক্ষণ করা যায় এবং আরও কার্যকরী উপকরণ তৈরির জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা যায়। মেলায় অংশগ্রহণকারী শিক্ষক আসিফা আশরাফী জানান, আমরা উপকরণ সমূহ তৈরি করেছি শিক্ষার্থীদের বোধগম্যতা বাড়ানোর জন্য। মেলায় সেই উপকরণ প্রদর্শন করে খুবই ভালো লাগছে। প্রদর্শনীতে পাওয়া পরামর্শ সমূহ কাজে লাগিয়ে আরও পাঠ উপযোগী উপকরণ তৈরি করার চেষ্টা করব। প্রদর্শনকারীদের মধ্য হতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেরা নির্বাচন করা হয়।