GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের লাহিড়ী পাড়া ইউনিয়নের রায়মাঝিরা সরকারী লীজকৃত জলমহলে (পুকুর) দূর্বৃত্তদের বিষ প্রয়োগ । অনুমান ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন।
 জানা গেছে রায়মাঝিরা মৎস্য জীবি সমবায় সমিতির নামে গত ৩ বছর পূর্ব থেকে ১ একর ১৮ শতক সরকারী লীজ কৃত জলমহলে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসিতেছে। গত শুক্রবার দিবা গত রাতে পূর্ব শত্রুতার জেরধরে এলাকার দূর্বৃত্তরা ঐ জলমহলে বিষ প্রয়োক করলে সমস্ত মাছ মরে পানি ভেসে উঠে। সমিতির সভাপতি আব্দুল জোব্বার ও কয়েক জন্য সদস্যরা জানান, এর আগেও দূর্বৃত্তরা ২ বার বিষ প্রয়োক করে অনেক টাকার ক্ষতিসাধন করে ছিল।এতে করে তাদের অনেক টাকার ক্ষতিসাধন হয়। সন্ধ্যায় এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল্ ।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top