GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনাবার্তা ডেস্কঃ  বগুড়ার সোনাতলা উপজেলার স্বাধীনতার পুরষ্কারপ্রাপ্ত, একুশে পদক, ভারতের পদ্মশ্রী প্রাপ্ত প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক ভাষা সৈনিক অধ্যাপক ড. এনামুল হক (৮৫) গত ১০ই জুলাই ঢাকা বনানীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। গত বৃহস্পতিবার ১৪ই জুলাই সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রাঙ্গণে রাষ্টীয়ভাবে গার্ড অব অনার শেষে প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হয়।

 

তারপর দ্বিতীয় জানাজা ১৫ জুলাই শুক্রবার সকাল ৯টায় বগুড়ায় ড.এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমিতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সকাল ১০টায় বগুড়া শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। মরহুমের সর্বশেষ নামাযে জানাজা গার্ড অব অনার শেষে শুক্রবার বাদ জুমা তার গ্রামের বাড়ী ভেলুরপাড়াস্থ ড.এনামুল হক ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থান ভেলুরপাড়াস্থ রওশন আরা জামিল মসজিদ প্রাঙ্গনে স্ত্রী প্রফেসর জোলেখা হকের কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।

ড.এনামুল হক ১৯৩৭ সালে ১লা মার্চ বগুড়ায় জন্মগ্রহন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে প্রত্নতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি  লাভের পর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দক্ষিণ এশিয়ার শিল্প বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। নিজের অবস্থান থেকে অনবদ্য অবদান রাখায় ড.এনামুল হক ২০২০ সালে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরষ্কারে ভূষিত হয়। এর আগে ২০১৭ সালে একুশে পদক পেয়েছিলেন তিনি। ভারত সরকারের ‘পদ্মশ্রী’ পদকও অর্জন করেছিলেন তিনি।

ড.এনামুল হক ১৯৬২ সালে তৎকালীন ঢাকা জাদুঘরে যোগদান করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকা জাতীয় জাদুঘরে রুপান্তর হলে প্রতিষ্ঠাতাকালীন সময়ে মহাপরিচালক হিসাবে যোগদান করেন।

মরহুমের শোকাহত পরিবারের জানাযা পূর্বক সমাবেশে সমবেদনা জ্ঞাপন করেন, টিএমএসএস এর নির্বাহী পরিচালক হোসনেআরা, টিএম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. জিল্লুর রহমান, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির, সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ড. এনামুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল প্রমুখ।

উল্লেখ্য, মরহুম ড. এনামুল হকের কফিনে উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ড. এনামুল হক তার গ্রামের অশিক্ষিত লোকজনের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণের ড. এনামুল হক কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও ভেলুরপাড়া এনায়েত আলী উচ্চ বিদ্যালয় ও ভেলুরপাড়া রওশন আরা জামিল মসজিদ প্রতিষ্ঠা করেন।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top