চেতনাবার্তা ডেস্কঃ
একটি সুন্দর ইসলামিক সমাজ নির্মাণের প্রত্যয়ে শাইখ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামি সাহিত্য কেন্দ্র (ইসাক)-এর ঈদ পুনর্মিলনী-২০২২ উপলক্ষ্যে 'বাইতুল হুদা জামে মসজিদ-চাটখইর,আদমদিঘী,বগুড়া' -প্রাঙ্গণে একটি মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত ইসাকের সদস্যবৃন্দ, গ্রামের শিশু, কিশোর, প্রবীণ ব্যক্তিদের সম্মুখে ক্বিরাত এবং ইসলামিক সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় যোগ্য বিচারক মণ্ডলীর বিচার, দর্শকদের উৎসাহ উদ্দীপনা, ইসাকের সদস্যদের সার্বিক সহযোগিতা এবং সকল প্রতিযোগির হৃদয় আকর্ষী পরিবেশনা পুরো অনুষ্ঠানকে সুন্দর থেকে সুন্দরতম পর্যায়ে পৌঁছে দিয়েছে।
প্রতিযোগিতায় ক্বিরাত বিভাগে প্রথম হয়েছে মোঃ আমানুল্লাহ্, দ্বিতীয় হয়েছে মোঃ ওবায়দুল্লাহ্, তৃতীয় হয়েছে সিয়াম এবং চতুর্থ হয়েছে মোঃ মারুফ বিল্লাহ্। ইসলামী সংগীত বিভাগে প্রথম হয়েছে মোঃ তানভীর, দ্বিতীয় হয়েছে মোঃ মোসতাকিম, তৃতীয় হয়েছে মোঃ রাকিবুল ইসলাম।
সকল বিভাগে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন মোঃ খলিলুর রহমান, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ হাসিব আল হাসান প্রমুখ।
বরাবরের মতোই ইসাক বিভিন্ন ধরনের ইসলামিক কার্যসমূহ করে আসছে। ভবিষ্যতে ইসাক এরকম আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান যেন উপহার দিতে পারে, শুধু বগুড়া জেলাতেই নয় যেন পুরো বাংলাদেশ ইসাকের মাধ্যমে উপকৃত হতে পারে -সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
মোঃ মাসুদুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।