GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

আদমদীঘি প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা হয়েছে। বুধবার (১০ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রশিক্ষণ প্রদান করেন সহকারি শিক্ষক রতন কুমার বসাক। তিনি জানান, দেশব্যাপী ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে স্ক্র্যাচ বিষয়ক কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের ‘স্ক্র্যাচ প্রোগ্রামিং’ শেখানো হচ্ছে। সেই তালিকায় উপজেলার সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা প্রক্রিয়ায় ফিরিয়ে আনার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি এবং কোভিড পরবর্তী সময়ে প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লাড়াই কারার জন্য প্রযুক্তিগত জ্ঞানার্জনে সহায়তা করবে এই স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা। এই প্রশিক্ষণ কার্যক্রম প্রণয়নের ফলে ইতোমধ্যে ‘স্ক্র্যাচ’ সর্ম্পকে বেশ কিছু শিক্ষার্থীদের মাঝে ধারনা সৃষ্টি হয়েছে। 

ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শেখ শাদমান শাকিব জানায়, স্ক্র্যাচ সম্পর্কে আগে কখনো ধারণা ছিল না। স্ক্র্যাচ প্রোগ্রামিং ক্লাসে এসে স্যারের কাছে থেকে অনেক কিছু জানতে পেরেছি। এ ক্লাসে আগামী দিনের করনীয় সম্পর্কেও ধারনা হয়েছে তার।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সামছুল ইসলাম দেওয়ান জানান, স্কুল শিক্ষার্থীদের সঙ্গে স্ক্র্যাচের পরিচিতি ঘটাতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) বাস্তবায়নে এবং ইএমকে সেন্টারের পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কোডিং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কোভিড পরবর্তী সময়ে তাদের প্রযুক্তিগত অগ্রগতি অর্জনে স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা আয়োজন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একটি দক্ষ জাতি গড়ার উদ্দেশ্যে প্রাথমিক স্কুল পর্যায়ে প্রোগ্রামিং শেখার ব্যবস্থা রাখা হয়েছে।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top