GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


(হাজরাদিঘী বগুড়া থেকে রাশেদুজ্জামান রাশেদ): মাদকমুক্ত সমাজ গঠনের স্লোগানকে সামনে রেখে ২৩ শে আগস্ট শুক্রবার বিকাল ৫ টায় বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন ক্রীড়া সংস্থার আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
শশীবদনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটির আয়োজনে নুনগোলা ইউনিয়ন ক্রীড়া সংস্থা থাকলেও এর মূল উদ্দোক্তা ছিলেন চির তারুণ্যের অধিকারী ফুটবল প্রেমী সংস্থাটির প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মান্নান। এই খেলাটিতে অংশগ্রহণ করে স্থানীয় সিনিয়র একাদশ বনাম নুনগোলা ইউনিয়ন ক্রীড়া সংস্থা। খেলাটি ১-১ গোলে ড্র হলেও প্রীতি ম্যাচের কারণে পেনাল্টি না দিয়ে উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে এই খেলায় একটি বিশেষ চমক হল স্থানীয় সিনিয়র একাদশের পক্ষে আমন্ত্রিত খেলোয়ার হিসেবে খেলেন বাংলাদেশ ক্রীড়া সংস্থার সাবেক খেলোয়ার মোঃ শাফিনূর রহমান সম্রাট। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বি,এন,পি’র সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বি,এন,পি’র সাধারণ সম্পাদক এ্যাড. মাহবুবুল আলম শাহীন। আরও উপস্থিত ছিলেন নুনগোলা ইউনিয়ন বি,এন,পি’র সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ (বজলু) নুনগোলা ইউনিয়ন যুবদলের সভাপতি রায়হান আলী রাঙ্গা, সাধারণ সম্পাদক মিলন। প্রধান অতিথির বক্তব্যে মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, উন্মুক্ত মাঠে খেলাধূলার অভাবে এখনকার ছেলেমেয়েরা বিনোদনের জন্য খারাপ সঙ্গ গ্রহণ করে এবং এক পর্যায়ে মাদক সেবন করে। তিনি ঐশির প্রসঙ্গ টেনে বলেন, সে যদি খেলাধূলায় নিজেকে ডুবিয়ে রাখত তাহলে হয়তো সবচেয়ে ঘৃণ্য কাজ বাবা-মাকে হত্যা করা তার পক্ষে সম্ভব হত না। তাই খেলাধূলার মাধ্যমে সতেজ জীবন গঠন করার পরামর্শ দেন তিনি।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top