বগুড়া সদর থানায় নজির বিহিন হরতাল পালন
চেতনা বার্তা মহস্থান (বগুড়া) প্রতিনিধিঃ
তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। গতকাল ১৮ দলীয় জোটের ডাকে ৬০ ঘন্টা হরতালের শেষ দিন দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড়ে মিছিল শেষে সমাবেশে বগুড়া সদর উপজেলা ১৮দলীয় আহবায়ক সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল একথা বলেন। ১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের সমর্থনে বগুড়া রংপুর মহাসড়কের মাটিডালী বিমান মোড়, নওদাপাড়া, বাঘোপাড়া, গোকুল হলবন্দর ও মহাস্থানে ১৮ দলের নেতা কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে বিক্ষোভ করে। এসময় মাটিডালি ও ঝোপগাড়ী মোড়ে দুটি মোটর সাইকেল পুড়ে দেয় পিকেটাররা। সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড: মাহবুব আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক এ্যাড: সৈয়দ জহুরুল আলম, থানা জামায়াতের সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদ, সহসেক্রেটারী আলহাজ্ব রায়হান আলী মন্ডল, সদর থানা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার, বিএনপি নেতা সহিদুল ইসলাম সরকার, আপেল মাহমুদ, আলহাজ্ব আব্দুল গফুর, শিবলী সাদিক মানিক, মতিউর রহমান স্বাধীন, আনিছুর রহমান মঞ্জু, মাফতুন আহম্মেদ, শামসুর আলম, জাহিদুর রহমান, আব্দুল মান্নান পান্না, আইয়ূব খান, হাসান জাহিদ হেলাল, শাহজাহান আলী তালুকদার, আসাদুল হক টুকু, আল আমীন পেস্তা, আব্দুল বাছেদ, রশিদুল ইসলাম মৃধা, আব্দুল আওয়াল কাফী, দুলাল,আকমল হোসেন সজল, মোজাফ্ফর হোসেন, শাহজাহান আলী প্রমুখ ।