GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


ব্যক্তিগত স্বার্থ নয় মানব সেবাই 

হোক শিক্ষার মূল উদ্দেশ্য

.......... সুজন পাইকাড়

চেতনা বার্তা, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ঃ 
বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী মাষ্টার ছিলেন আমাদের সমাজের একজন আলোকিত মানুষ। একজন স ও আদর্শবান মানুষ হিসেবে তিনি আমাদের ব্যক্তিগত জীবনকে ও সমাজকে নানা ভাবে আলোকিত করে গেছেন। সততা ও ন্যায়নিষ্ঠতার জন্য তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন। গতকাল সোমবার দুপুরে বগুড়া সদরের সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ২০১৩ইং সালের জে.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীদের বিদায় অনুষ্ঠান ও মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী মাষ্টারের স্বরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন, হাজী ময়েজ উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাকসুদুল আলম সুজন পাইকাড়। প্রধান অতিথি বিদায়ী ছাত্র/ছাত্রীদের উদ্দ্যেশে বলেন, আপনাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে, যে শিক্ষায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী মাষ্টারের মতো জীবন গড়া যাবে, যে শিক্ষায় আলোকিত হবে সমাজ ও দেশ। বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে, একটি সুখী ও সমৃদ্ধিশালী দেশ জাতিকে উপহার দিতে আপনাদেরকে এখনই শপথ নিতে হবে। তাই তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ নয়, মানব সেবাই হোক শিক্ষা মূল উদ্দেশ্য। সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার রহমান এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেন, আবুল কাশেম, আব্দুর রাজ্জাক, ইমরান হোসেন, শামীম আলী, বেনজির আহম্মেদ, শামীমা সুলতানা, শাহাজানা খানম, মরহুমের জামাই ইব্রাহিম মোঃ ইসরাঈল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য সুজাউদ্দৌলা, ইউপি সদস্য আব্দুল মালেক, আতাউর রহমান টুকু, ফাইমা বেগম, অভিভাবকদের মধ্যে সাদেক হোসেন, আব্দুল আজিজ টুকু, হবিবর রহমান, আলহাজ্ব হযরত আলী, রঘু প্রাং, সলিম উদ্দিন মহুরী প্রমুখ। ২০১৩ইং সালের অনুষ্ঠিতব্য জে.এস.সি পরীক্ষায় সাতশিমুলিয়্ াউচ্চ বিদ্যালয় থেকে ৬২ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করবে। শেষে রুহের মাগফিরাত কামনা ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের মৌঃ শিক্ষক আলহাজ্ব আব্দুল করিম।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top