GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

টি২০ বিশ্বকাপের ভেন্যু থেকে বাদ পড়ল কক্সবাজার। প্রতিবাদে মানববন্ধন

চেতনা বার্তা ,কক্সবাজার জেলা প্রতিনিধি
২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু তালিকায় কক্সবাজার স্টেডিয়ামকে রাখা হলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে স্টেডিয়ামটি। তবে উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে শঙ্কা থাকলেও চূড়ান্ত ভেন্যু তালিকায় টিকে গেছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। রবিবার আইসিসির তরফ থেকে এমনটিই জানানো হয়েছে। আইসিসি’র তরফ থেকে জানানো হয়, স্টেডিয়াম উন্নয়ন কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় আগামী টি-২০ বিশ্বকাপে ম্যাচ পাচ্ছে না কক্সবাজার। তাই মূল বিশ্বকাপের কয়েকটি গ্রুপ ম্যাচের পাশাপাশি নারী টি-টুয়েন্টির প্রথম পর্বের ম্যাচগুলোও আয়োজনের সুযোগ পাচ্ছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। আইসিসির আগের বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে সিলেট ও কক্সবাজার স্টেডিয়ামের উন্নয়ন কাজ শেষ করার কথা ছিল। তবে বিসিবির অনুরোধে আইসিসি আরোও ২ মাস সময় বাড়িয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে স্টেডিয়ামগুলো পুরোপুরি প্রস্তুুত করতে বলেছিল। এদিকে, এ বর্ধিত সময়ের মধ্যেও কক্সবাজার স্টেডিয়ামের উন্নয়ন কাজ শেষ হওয়ার সম্ভবনা কম থাকায় চূড়ান্ত ভেন্যু তালিকা থেকে বাদ দেয়া হল কক্সবাজার স্টেডিয়ামটিকে। এদিকে এ নিয়ে আজ কক্সবাজার জেলার সচেতন মহল জেলা প্রশাসক কার্যালয়ের সামনের এক মানববন্ধন অনুষ্টিত করে। এতে স্থানীয় সাংসদ, রাজনৈতি ব্যক্তি, ক্রিড়া সংগঠন, পেশাজীবী, আইনজীবী, শিক্ষক-ছাত্র, সাংবাদিক ও বিভিন্ন স্তরের জনসাধারন অংশ গ্রহণ করে সংহতি প্রকাশ করেন।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top