আজিজুল হক বিপুল ( শিবগঞ্জ) প্রতিনিধি ঃ
বগুড়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম বলেছেন, গণ রায়ে প্রত্যাখাত হওয়ায় ভয়ে সকল দলের অংশ গ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন চাচ্ছে না বর্তমান সরকার । বিভিন্ন সংস্থার জরিপে সরকার নিশ্চিত হয়েছে যে, সকলের অংশ গ্রহনে সুষ্ঠু নির্বাচন হলে তাদের পরাজয় অবধারিত। সেই কারণে তারা কৌশলে ১৮দলকে বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচন করতে নানা ধরনের পায়তারা করছে । তিনি আরো বলেন দেশের মালিক জনগন, তারা ভোটের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব দিবেন। কিন্তু সরকার দেশের মানুষকে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করার চক্রান্তে লিপ্ত। ১৮ দলের ডাক টানা ৬০ ঘন্টার হরতালের শেষ দিনে হরতাল চলাকালে বিক্ষোভ মিছিল শেষে দুপুরে সোনালী ব্যাংক চত্বরে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শিবগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি শাহ এমএ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাকেন থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এসএম তাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, থানা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি নেতা বুলবুল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, মোস্তাফিজার রহমান রাজা, জেড এম মতিন, মাষ্টার আঃ রাজ্জাক, আঃ কাদের, থানা যুবদলের সভপতি শফিকুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক বরিউল আলম, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান ফাইন, যুবদল নেতা আলমগীর হোসেন, মুকুল , মৎস্যজীবি দলের নেতা মোঃ রফিক, ছাত্রদল নেতা গাফ্ফার বাবু, ফজলার রহমান জয়, ফারুক আহম্মেদ, আরমান, মুশফিক, রবি, জেমী, সোহেল মোল¬া প্রমুখ ।