GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি গুদাম থেকে সরকারের বিভিন্ন প্রকল্পের ২৭ মেট্রিক টন (২৭ হাজার কেজি) চাল জব্দ করা হয়েছে।

এসময় অবৈধভাবে চাল কেনা ও মজুদ করার অভিযোগে ফারুক হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হক৷

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালোড়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, চাল ব্যবসায়ী ফারুক হোসেন উপজেলার তালোড়া পৌরসভার বাঁশোপাতা এলাকার আমিনুর রহমানের ছেলে। তিনি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর টিসিবি, বিডব্লিউবি ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভোক্তাদের কাছ থেকে অবৈধভাবে কিনে তালোড়া বাজারের গুদামে মজুদ করে আসছিলেন।

খবর পেয়ে মঙ্গলবার বিকেল ৩টার দিকে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথীর নেতৃত্বে সেনাসদস্য, পুলিশ ও উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম ওই গুদামে অভিযান চালান। গুদামে বিভিন্ন প্রকল্পের ২৭ মেট্রিক টন চাল পাওয়া যায়। একই সঙ্গে ওই গুদামে সরকারি চালের তিন হাজার খালি বস্তা পাওয়া গেছে। এসময় গুদাম সিলগালা ও অবৈধভাবে চাল কেনা এবং  মজুদের অভিযোগে ব্যবসায়ী ফারুক হোসেনকে আটক করা হয়।

উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হক জানান, জব্দ করা ২৭ মেট্রিক টন চালের দাম ১২ লাখ ১৫ হাজার টাকা। আটক ব্যবসায়ী ফারুক হোসেনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top