GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

খবর বিজ্ঞপ্তির: নাটোর পিটিআই এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। পিটিআই এর হলরুমে গতকাল সোমবার সকালে বিজ্ঞান মেলা শুরু হয়। এতে নাটোর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রকল্প সমূহ উপস্থাপন করে। মেলা কর্তৃপক্ষ জানান, শিশুদেরকে বিজ্ঞানের বিজ্ঞানমনষ্ক করে তোলার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। 

নাটোর পিটিআই এর সুপারিনটেনডেন্ট এম.এইচ.এম রুহুল আমিন ও সহকারী সুপারিনটেনডেন্ট মোঃ হেলাল উদ্দিন মন্ডল বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উপস্থাপিত প্রতিটি প্রকল্প দেখেন । তারা শিক্ষার্থীদের উপস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন। এসময় পিটিআই এর ইন্সট্রাক্টরবৃন্দ, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকগণ ও অন্যান্য কর্মচারীরা শিশুদের প্রকল্প সমূহের উপস্থাপনা পর্যবেক্ষণ করেন। মেলায়  শিক্ষার্থীরা একে অপরের বিজ্ঞান প্রকল্প সমূহ খুব আগ্রহ নিয়ে দেখে এবং এ সম্পর্কে জানার চেষ্টা করে। 

বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।  নাটোর পিটিআই এর সুপারিনটেনডেন্ট এম.এইচ.এম রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী সুপারিনটেনডেন্ট নির্দেশনায় , সংশ্লিষ্ট ইন্সট্রাক্টরগণ এবং পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকগণের সহযোগিতায় এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় যাতে শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।  নাটোর পিটিআই এর সুপারিনটেনডেন্ট এম.এইচ.এম রুহুল আমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞানের নতুন নতুন আবিস্কারের প্রতি আগ্রহী হতে হবে। বিজ্ঞানের বিষয় সমূহ মুখস্থ না করে বুঝে বুঝে পড়তে হবে। হাতে কলমে বিজ্ঞান শেখার  মাধ্যমে বিজ্ঞান বিষয়ে দক্ষ হতে হবে। 

নাটোর পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট মোঃ হেলাল উদ্দিন মন্ডল বিজ্ঞান প্রকল্প সমূহ তৈরি এবং উপস্থাপন এর জন্য শিক্ষার্থী, ইন্সট্রাক্ট্রর ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top