শনিবার বিকেলে হরতালের সমর্থনে শহরের পৌর পার্কে সমাবেশ করে ১৮দল। সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কবি নজরুল ইসলাম সড়কে পৌঁছার পর হঠাৎ মিছিলের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে নেতাকর্মিরা উদ্বিগ্ন হয়ে ছোটাছুটি শুরু করে। সেসময় রাস্তার পাশে থাকা একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-২৫-৭৪৫৬) ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়। পুলিশ সামনে ও পেছন থেকে মিছিলে লাঠিচার্জ শুরু করলে নেতাকর্মিরা বেশকিছু পরিবহণ ভাংচুর করে। সেসময় সদর থানা ল্য করে পরপর বেশ কয়েকটি ককটেল নিপে করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস সেল ও রাবার বুলেট ছোঁড়। পরে ছত্রভঙ্গ মিছিল থেকে পুলিশ বগুড়া শহর মহিলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শিল্পী বেগম ও তার এক সহযোগিসহ মোট ১২ জনকে আটক করে।
বগুড়া সদর থানা জানায়, শনিবার শহরের এডওয়ার্ড পার্ক এলাকায় ১৮দলীয় জোটের সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন রাস্তা হয়ে সাতমাথা পয়েন্ট মোড়ে এলে ২০ থেকে ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। গাড়ি-অটোরিকশায় ভাঙচুর চালায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ছুড়লে সংঘর্ষ বাধে।