প্রেসবিজ্ঞপ্তি: সময়ের সিঁড়ি বেয়ে গুটি গুটি পায়ে ৩৫বছর পেরিয়ে ৩৬শে পদার্পন করলেন বিশষ্ট কবি, গীতিকার ও প্রবন্ধকার এ কে আজাদ। ১৯৭৮ সালের ২৮শে নভেম্বর নাটোর জেলার সিংড়া থানাধীন ধাপকুড়াইল (কুড়িপাকিয়া) নামের এক পাখি ডাকা, ছায়া ঢাকা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতা ইয়াকুব আলী, মাতা উম্মে কুলসুম।
এ পর্যন্ত প্রকাশিত এ কে আজাদের সৃষ্টিসমূহ হলো ১) মায়ের আঁচল গাঁয়ের ছায়া (কিশোরকাব্য-২০০৯), ২) মৃত্যু তোমাকেই বলছি (কবিতা-২০১০), ৩) তুই কি আমার দুঃখ হবি (কবিতা-২০১০), ৩) দমের ঘুড়ি (ফোক গানের অডিও এ্যালবাম-২০১০-লিরিক্স), ৪) ছড়ামাইট (প্রতিবাদী ছড়া-২০১১) ৫) ইষ্টি ছড়া মিষ্টি ছড়া (শিশুতোষ ছড়া- ২০১১), ৬) কাঁটা তার (প্রতিবাদী ছড়া-২০১১), ৭) মোশাররফ হোসেন খানের কবিতাঃ বিবিধ অনুষঙ্গ (কাব্য সমালোচনা-২০১১), ৮) হৃদয় আমার বাঁশের বাঁশি (গীতিকাব্য-২০১১), ৯) মাটির ঘর (ইসলামী গানের অডিও এ্যালবাম-২০১২-লিরিক্স), ১০) তোমায় ডাকি (ইসলামী গানের অডিও এ্যালবাম-২০১২-লিরিক্স), ১১) বিদেশে না যাইও রে বন্ধু (ফোক গানের ভিডিও এ্যালবাম-২০১২ লিরিক্স), ১২) রক্তে লেখা সূর্য-হাসি (মুক্তিযুদ্ধ বিষয়ক নিরপেক্ষ কিশোরকাব্য- ২০১২), ১৩) প্রথম দশকের কবিতা (কবিতা সংকলন- ২০১৩), ১৪) কালো রোদ্দুর লাল বৃষ্টি (কবিতা-২০১৩), ১৫) টিন টিনা টিন (শিশুতোষ ছড়া-২০১৩)
সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন “শিশু কবি রকি সাহিত্য পুরষ্কার -২০১০”, “সৃষ্টিশীল লেখক সংঘ সম্মাননা-২০১১”, “বগুড়া সংস্কৃতিকেন্দ্র এ্যাওয়ার্ড-২০১২”, রিদম প্রোডাকশনের আয়োজনে “রংপুর বিজয় উৎসব ও গুণীজন সম্মাননা-২০১২” এবং “ডিসিএল গুণীজন সম্মাননা-২০১৩”।
বগুড়া লেখক ফোরামের সভাপতি, বগুড়া সংস্কৃতি কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সৃষ্টিশীল লেখক সংঘের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক।
ধন্যবাদান্তে
বিজ্ঞপ্তি প্রেরক
(মোস্তফা মোঘল)
সাধারণ সম্পাদক
বগুড়া লেখক ফোরাম
এ পর্যন্ত প্রকাশিত এ কে আজাদের সৃষ্টিসমূহ হলো ১) মায়ের আঁচল গাঁয়ের ছায়া (কিশোরকাব্য-২০০৯), ২) মৃত্যু তোমাকেই বলছি (কবিতা-২০১০), ৩) তুই কি আমার দুঃখ হবি (কবিতা-২০১০), ৩) দমের ঘুড়ি (ফোক গানের অডিও এ্যালবাম-২০১০-লিরিক্স), ৪) ছড়ামাইট (প্রতিবাদী ছড়া-২০১১) ৫) ইষ্টি ছড়া মিষ্টি ছড়া (শিশুতোষ ছড়া- ২০১১), ৬) কাঁটা তার (প্রতিবাদী ছড়া-২০১১), ৭) মোশাররফ হোসেন খানের কবিতাঃ বিবিধ অনুষঙ্গ (কাব্য সমালোচনা-২০১১), ৮) হৃদয় আমার বাঁশের বাঁশি (গীতিকাব্য-২০১১), ৯) মাটির ঘর (ইসলামী গানের অডিও এ্যালবাম-২০১২-লিরিক্স), ১০) তোমায় ডাকি (ইসলামী গানের অডিও এ্যালবাম-২০১২-লিরিক্স), ১১) বিদেশে না যাইও রে বন্ধু (ফোক গানের ভিডিও এ্যালবাম-২০১২ লিরিক্স), ১২) রক্তে লেখা সূর্য-হাসি (মুক্তিযুদ্ধ বিষয়ক নিরপেক্ষ কিশোরকাব্য- ২০১২), ১৩) প্রথম দশকের কবিতা (কবিতা সংকলন- ২০১৩), ১৪) কালো রোদ্দুর লাল বৃষ্টি (কবিতা-২০১৩), ১৫) টিন টিনা টিন (শিশুতোষ ছড়া-২০১৩)
সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন “শিশু কবি রকি সাহিত্য পুরষ্কার -২০১০”, “সৃষ্টিশীল লেখক সংঘ সম্মাননা-২০১১”, “বগুড়া সংস্কৃতিকেন্দ্র এ্যাওয়ার্ড-২০১২”, রিদম প্রোডাকশনের আয়োজনে “রংপুর বিজয় উৎসব ও গুণীজন সম্মাননা-২০১২” এবং “ডিসিএল গুণীজন সম্মাননা-২০১৩”।
বগুড়া লেখক ফোরামের সভাপতি, বগুড়া সংস্কৃতি কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সৃষ্টিশীল লেখক সংঘের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক।
ধন্যবাদান্তে
বিজ্ঞপ্তি প্রেরক
(মোস্তফা মোঘল)
সাধারণ সম্পাদক
বগুড়া লেখক ফোরাম