চেতনা বার্তা, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার শিবগঞ্জে মুক্তিযোদ্বাদের পূর্নবাসন ও ক্লাবের উন্নয়নের নামে স্থায়ীভাবে জুয়ার আসর বেশ জমে উঠেছে । প্রতিরাতে এই জুয়ার আসর গুলোতে হাজার হাজার মানুষ সর্বশান্ত হচ্ছেন । এর আগে কখনো শিবগঞ্জ উপজেলার মানুষ এমন স্থায়ীভাবে জুয়ার আসর চলতে দেখেনি। এতে করে দিনদিন তাদের মনে চরম ক্ষোভ দানা বাধঁলেও প্রশাসনের সহায়তায় এসব জুয়ার আসব চলতে থাকায় কেউ কিছু বলতে সাহস পাচ্ছেন না। এসব জুয়ার আসরের আয়োজকরা সরকার দলের লোকজন হওয়ায় জুয়ার আসর বন্ধ করার সুযোগ নেই। এতে ধর্মীয় মূল্যবোধ অবজ্ঞা করা হচ্ছে এবং যুব সমাজের নৈতিক অবক্ষয় হচ্ছে বলে মনে করছেন সতেচন মহল। পুলিশ প্রশাসন বলছেন হাইকোর্টের অনুমতি থাকায় এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি । স্থানীয়রা বলেন, মুক্তিযোদ্বাদের পূর্নবাসন ও ক্লাবের উন্নয়নের নামে বছরের শুরু থেকে বগুড়া রংপুর মহা সড়ক মোকামতলার প্রানকেন্দ্র ফুটজনে, শিবগঞ্জের জামুরহাট কারবালা মাদ্রাসা এলাকায় এবং উপজেলার ভাইয়েরপুকুর বন্দরে প্রায় ৮ মাস ধরে এই জুয়ার মেলা চলছে । আবার নতুন করে বগুড়া –জয়পুরহাট মহা সড়কের পাশে কিচক বন্দরের অদুরে ফুলতলা (ছন্দনামা নতুন হাট ) খেলার মাঠে রমরমা ভাবে জুয়ার আসর আনুষ্ঠানিক উদ্বেধন করা হলো । স্থানীয়রা জানান পবিত্র রমজান মাসেও সর্বনাশা এই জয়া চলেছে স্থানীয় ও জাতীয় পত্রিকায় লিখেও তা বন্ধ করা সম্ভব হয় নি। এতে করে এলাকায় চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। যুব সমাজ বিপথে যাচ্ছে, অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে । এ অবস্থায় স্ব স্ব এলাকাবাসী চরম ক্ষুদ্ব হয়েছেন। আর এসব জুয়ার আসরের আয়োজকরা জানাল, তারা বৈধভাবেই এগুলো চালাচ্ছেন। তারা আরো জানাল হাটকোর্ট থেকে এ বিষয়ে অনুমতি নেয়া আছে। কিচক এলাকার বিশিষ্ঠ ব্যবসীয় ও রাজনীতিবিদ মোফাজ্জল হোসেন বলেন, হাটকোর্টের দোহাই দিয়ে এরকম রমরমা জুয়ার আসর চলতে পারে না। তিনি জুয়া বন্ধের জন্য এলাকাবাসীদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান । এ সময় উপজেলার গ্রামগঞ্জের হাজার হাজার কলেজ ও স্কুল পড়–য়া ছেলে মেয়ের পিএসসি,জেডিসি,জিএসসি ও মাধ্যমিক স্তরের এসএসসি ও দাখিল পরীক্ষা আসন্ন,আর সে সময় জুয়া হাউজির মতো সর্বনাশা মেলা অবাধে চলছে। এতে সারা রাত মাইকে গান-বাজনাতে সাধরন নামাজি মুসল্লি ও অভিভাবকদের উদ্বেগ করে তুলেছে। বগুড়া এ সার্কেল নাজির আহম্মেদ খান সাংবাদিককে, বলেন ,শিবগঞ্জে একটি মাত্র স্থানে হাইকোর্টের অনুমতি আছে । একাধিক স্থানে জুয়া হাউজি খেলা চলার কথা নয় । তিনি এসব জুয়া বন্ধের ব্যাপারে মিডিয়া কর্মীদের সার্বিক সহযোগিতা চান।