
চেতনা বার্তা, কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ সারা দেশের সাধারন জনগণের সেবায় তাদের সর্বাত্তক চেষ্টা করে সেবা দিয়ে যাচেছ। পুলিশ জনগণের বন্ধু হিসাবে কাজ করে অনেক সুনাম কুড়িয়ে স্বাধীনতার বহু বছর পেরিয়ে আজও তাদের সুনাম অুক্ষন রেখেছে। বাংলাদেশের সর্ব দক্ষিণ পাশে কক্সবাজার জেলার একটি উপজেলা মহেশখালী দূর্ঘম পাহাড়ঘেরা এই দ্বীপে সন্ত্রাস কবলিত হয়ে থাকে সব সময়। এই উপজেলার ৯টি ইউনিয়নের মহেশখালী থানার পুলিশ সব সময় অপ্রীতিকর যে কোন ধরনের ঘটনা এড়াতে প্রস্তুুত থেকে সর্তকতার সহিত তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে দিনের পর দিন।এদিকে সাহসিকতা ও নিভুল দায়িত্ব পালনের জন্য প্রতিমাসে ৩টি ক্যাটাগরিতে পুলিশ অফিসারদেরকে পুরস্কারিত করা হয় জেলা পুলিশ সুপার থেকে। এবারের ৩টি ক্যাটাগরিতে ৩টি পুরস্কার অর্জন করেন দ্বীপ উপজেলার মহেশখালী থানা পুলিশের চৌকস ৩ অফিসার। প্রথম স্থান লাভ করেন সদ্য যোগদান করা এস,আই আব্দুল আওয়াল , দ্বিতীয় স্থান এস,আই নজরুল এবং ৩য় স্থান লাভ করেন মাতারবাড়ির পুলিশ ফাড়ির দায়িত্বরত এ,এস আই আবুল কাসেম। তাদেরকে গত ২৫ নভেম্বর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এই সম্মাননা প্রদান করা হয়েছে । এসময় কক্সবাজার জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, মহেশখালী থানার পুলিশের সততার পুরস্কার হিসাবে তাদের মূল্যায়ন করা হয়েছে। এই অর্জন আগামীতে তাদের দায়িত্ব পালনে ব্যাপক ভাবে ভূমিকা রাখবে । পাশাপাশি মহেশখালী উপজেলার সকল জণগনকে সন্ত্রাস র্নিমুল করতে পুলিশকে সহায়তা করার জন্য আহবান করেন তিনি।