GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ সাড়া দেশের ন্যায় শিবগঞ্জ উপজেলায় ২০.১১.১৩ইং হতে  গণিত পরীক্ষার মধ্যে দিয়ে প্রাথমিক পিএসসি ও এবতেদায়ী পরীক্ষার শুরু হয়েছে। 
শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, উপজেলার  প্রাথমিক বিদ্যালয় ও কেজি স্কুল সহ ২৪০টি ও ৭০টি মাদ্রাসা সহ শিবগঞ্জ উপজেলায় এবার ৭ হাজার ৩১ জন ১৩টি কেন্দ্রে অংশ গ্রহন করছে। প্রথম দিনের গণিত পরীক্ষায় প্রাথমিক সমাপনী অনুপস্থিত ২শত ১৪ ও এবতেদায়ী ১ শত ৭৮ মোট ৩৯২। কেন্দ্রগুলির মধ্যে বানাইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ছাত্র/ছাত্রী ৪ শত ৫৯ এর মধ্যে প্রাথমিক ৩ শত ৯২ অনুপস্থিত ৯, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৬৭, অনুপস্থিত ৯।
দাড়িদহ বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট প্রাথমিক ছাত্র/ছাত্রী ৪ শত ৮১, অনুপস্থিত ১৯, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৯৬, অনুপস্থিত ১৯। কিচক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৫ শত ৮, অনুপস্থিত ২৩, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৯৬, অনুপস্থিত ১৮। বেতগাড়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৩ শত ৬৩, অনুপস্থিত ২৫, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ২ শত ৯৭, অনুপস্থিত ৩৯। সিহালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৪ শত ৫, অনুপস্থিত ১৪, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৬৩, অনুপস্থিত ০২। মাঝিহট্ট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ২ শত ৪০, অনুপস্থিত ৪, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৭৯, অনুপস্থিত ৯। পঞ্চদাস প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৩ শত ৫৬, অনুপস্থিত ২১, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ১ শত ৯, অনুপস্থিত ১০। বিহার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ২ শত ৪৯, অনুপস্থিত ৯, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৩৪, অনুপস্থিত ৯। গুজিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৬ শত ৯১, অনুপস্থিত ২৯, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৮৩, অনুপস্থিত ১৩। দেউলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৫ শত ১৪, অনুপস্থিত ১২, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৫৯, অনুপস্থিত ১০। সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৪ শত ৯৭, অনুপস্থিত ২০, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ১ শত ৩, অনুপস্থিত ১৪। মোকামতলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৫ শত ৩৮, অনুপস্থিত ১৫, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ১ শত ১১, অনুপস্থিত ১৬। মহাস্থান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৪ শত ৭৬, অনুপস্থিত ১৩, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৮৪, অনুপস্থিত ১০। প্রাথমিক সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ২ শত ১৪, এবতেদায়ী পরীক্ষায় ১শত ৭৮, সর্ব মোট অনুপস্থিত ৩ শত ৯২ জন। বাংলা পরীক্ষা চলাকালীন বানাইল মডেল স্কুলে সময়  কেন্দ্রগুলির পরিদর্শন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান। এসময় স্ব-স্ব কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top