চেতনা বার্তা ডেস্কঃ আমরা অতীতে ভোটারবিহীন নির্বাচন, কারচুপির নির্বাচন, মিডিয়া ক্যুয়ের
নির্বাচন দেখেছি, কিন্তু প্রার্থীবিহীন নির্বাচন দেখি নাই। শনিবার জাতীয়
সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আ স ম আবদুর রব ও
সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
তারা বলেন, যে নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৪৬ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়, সে নির্বাচনে প্রার্থী আছে- এমন কথা বলা যায় না।
অবিলম্বে এ হাস্যস্পদ একতরফা নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সবার অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।
তারা বলেন, যে নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৪৬ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়, সে নির্বাচনে প্রার্থী আছে- এমন কথা বলা যায় না।
অবিলম্বে এ হাস্যস্পদ একতরফা নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সবার অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।