চেতনা বার্তা ডেস্কঃ ঘোষিত তফসিল প্রত্যাহার, বর্তমান সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন, নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার বেলা ১১টায় এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব ও দফরের দায়িত্ব প্রাপ্ত সালাহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। ওই দিন গভীর রাতেই নয়াপল্ট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দরজা ভেঙ্গে রিজভী আহমেদকে আটক করে পুলিশ।
প্রসঙ্গত, দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে সড়ক, নৌ ও রেলপথ অবরোধের এ কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
সোমবার বেলা ১১টায় এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব ও দফরের দায়িত্ব প্রাপ্ত সালাহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। ওই দিন গভীর রাতেই নয়াপল্ট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দরজা ভেঙ্গে রিজভী আহমেদকে আটক করে পুলিশ।
প্রসঙ্গত, দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে সড়ক, নৌ ও রেলপথ অবরোধের এ কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।