GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


আগামী ২৫ ডিসেম্বর ২১তম জাতীয় টিকা দিবসে বগুড়ায় ৪ লাখ ২৯ হাজার ৮৮২ জন ৫৯ মাস বয়স পর্যন্ত শিশুকে ২ ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। এ ছাড়া আগামী ২৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কমবয়সী ৯ লাখ ৮৯ হাজার ৮৪ জন শিশুকে এক ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেয়া হবে। এ ছাড়া ৫৯ মাস বয়স পর্যন্ত সকল শিশুকে ২ ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। ২১তম জাতীয় টিকা দিবস এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের আলোচনা ও মত বিনিময় সভায় এ কথা জানানো হয়। গতকাল সকালে বগুড়ার সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। সিভিল সার্জন ডা. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলম ও সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এবিএম মোস্তফা কামাল। এতে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. শের মোস্তফা সাদিক খান। সংশ্লিষ্ট বিষয়ের উপর তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. সারোয়ার জাহান। সভাটি পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল ওয়াদুদ।
সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ যেসব বিষয়ে বিশ্বব্যাপি প্রশংসিত হয়েছে, তার মধ্যে মা ও শিশুর স্বাস্থ্য রক্ষাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম উল্লেখযোগ্য। সভায় স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা বিভাগসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগ ও সংস্থার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকগণ অংশ নেন।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top