GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার নামে আমাকে আটকে রাখা হয়েছে।  আমি অসুস্থ নই। আমাকে গ্রেপ্তারের জন্য এখানে আটকে রাখা হয়েছে।’

শুক্রবার বিকালে বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের মাধ্যমে এ তথ্য জানান এরশাদ। একই সঙ্গে তাকে আটক রাকার নিন্দা জানান তিনি।

এরশাদ বলেন, ‘ঘোষিত তফসিলে জাতীয় পার্টি আসন্ন জতীয় সংসদ নির্বাচনে যাবে না।’

তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টি ও সব নেতা-কর্মীকে ধৈর্য্য ধরার এবং ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিচ্ছি।’

চেয়ারম্যান বলেন, ‘আমি কাউকে আমার মুখপাত্র নিযুক্ত করিনি। একজন নেতা (মুজিবুল হক চুন্নু) পার্টির মুখপাত্র হিসেবে বিবৃতি দিচ্ছেন বলে শুনেছি। তিনি যদি এটা করে থাকেন তাহলে এর দায়িত্বও তার নিজের। এবং এটি তার নিজস্ব মতামত হিসেবে বিবেচিত হবে। পার্টির শৃঙ্খলাবিরোধী যেকোনো কজের জন্য আমি যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।’

এরশাদ বলেন, ‘পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও আমার ভাই এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের আমার কাছ থেকে প্রাপ্ত দিক-নির্দেশনা দলীয় নেতা-কর্মীদের কাছে পৌঁছে দেবেন। ববি’র মাধ্যমে আমি গণমাধ্যমকে আমার বক্তব্য জনাবো। অন্য কারো বক্তব্য, বিবৃতি এবং প্রচারণায় আপনারা বিভ্রান্ত হবেন না।’

তিনি বলেন, ‘সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় পার্টি কোনো নির্বাচনে অংশ নেবে না। এজন্য এরই মধ্যে আমাদের দলের প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।’

গণতান্তিক অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থেই এটা দরকার বলে দাবি করেন এরশাদ।
Comments
0 Comments
 
Top