স্টাফ রিপোর্টার ঃ
নানা উৎসাহ উদ্দীপনা এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে গত সোমবার সারাদেশে পালন করা হয় মহান বিজয় দিবস। সারা দেশের ন্যায় বগুড়া সদরের বাঘোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ছাত্র/ছাত্রীরাও দেশ মার্তৃকার সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ভুলেননি। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমা আক্তারের নেতৃত্বে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে দেশের স্বাধীনতায় যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক ডাবলু, স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সদস্য জহুরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেশমা বেগম, জান্নাতুল ফেরদৌস, রেবেকা মোস্তারিজ, বর্ণা কর্মকার, ফজিলাতুন নেছা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অন্যদিকে প্রতি বৎসরের ন্যায় সদরের সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা মহান বিজয় দিবস উপলক্ষ্যে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাকসুদুল আলম সুজন পাইকাড়েরর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। র্যালিটি অত্র এলাকার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। এসময় এলাকায় এক মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক আবুল কাশেম, তোফাজ্জল হোসেন, আব্দুর রাজ্জাক, আলহাজ্ব আব্দুল করিম, শামীম আলী, ইমরান হোসেন প্রমুখ।