GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

স্টাফ রিপোর্টারঃ দেশের উত্তরাঞ্চল বরেন্দ্র ভূমি বলে পরিচিত। এই এলাকার মধ্যে বগুড়া জেলার শিবগঞ্জ থানা সবজি ও ধান চাষে উর্বর এলাকা বলে পরিচিত। বর্তমান সময়ে চলছে দশম জাতীয় সংসদ নির্বাচনের চরায় উতরায়, অবরোধ, হরতাল যার প্রভাব পড়েছে দেশের ৮৫ ভাগ কৃষকের উপর। শিবগঞ্জের খুচরা, পাইকারী এবং ডিলার মালিকরা কৃত্রিম সংকটে সার নিয়ে কৃষকের কাছে তালবাহানা করছে। জানা যায় সরকারি ভাবে ইউরিয়া সারের ৫০ কেজি মূল্য ৮০০ টাকা, পটাশের মূল্য ৭৫০ টাকা, ফসফেট ১১০০ টাকা, জিপ সাম ১০০ টাকা। সরকারের নির্ধারিত মূল্যর অতিরিক্ত মূল্য দিয়ে স্থানীয় কৃষকরা সার ক্রয় করছেন। তারপরেও সার সংকটে কৃষকরা ভুগছেন। এই সংকটময় সময়ে  শিবগঞ্জ সদরে অবস্থিত মেসার্স সেবা ট্রেডার্স এ গিয়ে সরে জমিনে দেখা যায় যে, ৫০ কেজি ইউরিয়ার মূল্য ৮০০ টাকা, পটাশ ৭৫০ টাকা, ফসফেট ১১০০ টাকা, জিপসাম ১০০ টাকা। মেসার্স সেবা ট্রেডার্সের তত্ত্বাবধায়ক আব্দুল কুদ্দুস জানান, বর্তমান সময়ে অবরোধ, হরতালের কারণে কৃষক সঠিক সময়ে সার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের কাছে সার আসার কথা ছিল ৬০ টন, সেখানে আমরা পেয়েছি ২০ টন যা আমরা গত কয়েকদিনে সাধারণ কৃষকের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করেছি। তবে এর আগে নির্ধারিত মূল্যর কমেও সার বিক্রি করেছি। বর্তমান সময় সার আনা নেওয়ার কেয়ারিং খরচ দশ হাজার টাকার জায়গায় পয়তাল্লিশ হাজার টাকা, আট হাজারের জায়গায় তেত্রিশ হাজার টাকা ব্যয় হচ্ছে।  এ সময় সার ক্রয় কৃত বন্তেঘড়ি গ্রামের কৃষক রুবেল জানান, আমি এক বস্তা ইউরিয়া সার কিনেছি যার মূল্য সেবা ট্রেডাস নিয়েছে ৮০০ শত টাকা। দোহিলা গ্রামের আলু চাষী জয়নাল বলেন, সারের অভাবে আলু বেধে দিতে পারছিনা এতে করে আমার আলুর গাছ গুলো নালা বেয়ে যাচ্ছে এতে আমার ভালো ফসল না হওয়ার সম্ভবনা রয়েছে। আমি আলু রোপনের সময় বাহিরের এক দোকান থেকে ইউরিয়া সার ৮৫০ টাকা ক্রয় করেছি। পরে সেবা মেসার্স ট্রেডার্সে  এসে ঐ একই সার ৮০০  টাকায় পেয়েছি। মেসার্স সেবা ট্রেডার্সে সরকারি ন্যায্য মূল্য সার পাওয়ার খবর আশেপাশে ছড়িয়ে পড়লে গত মঙ্গলবার অত্র এলাকার কৃষকরা ভীড় জমিয়ে লাইন ধরে সার নিয়ে যায়। সার দেওয়া শেষ হলে সেবা ট্রেডার্সে কৃষকের চাহিদা অনুযায়ী সার না থাকায় প্রোপাইটর আব্দুল ওহিদুল আনোয়ার বলেন, আপনাদের চাহিদা অনুযায়ী সার আনার আবেদন করা হবে এবং এভাবে ন্যায্য মূল্যই বিক্রি করা হবে।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top