ঘোষিত তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দলের
শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলের ডাকা অবরোধ ১৩ ডিসেম্বর পর্যন্ত
বাড়ানো হয়েছে।
সোমবার দুপুরে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি
তিনি জানান, আগামী শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত সারাদেশে রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, ঘোষিত তফসিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, শীর্ষ নেতাদের মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সারাদেশে টানা ৭২ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচির তৃতীয় দিন ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে চলছে। গত শনিবার সকাল ৬ টা থেকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
সোমবার দুপুরে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি
প্রসঙ্গত, ঘোষিত তফসিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, শীর্ষ নেতাদের মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সারাদেশে টানা ৭২ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচির তৃতীয় দিন ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে চলছে। গত শনিবার সকাল ৬ টা থেকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।