চেতনা বার্তা ডেস্কঃ সৌদি আরবে পবিত্র কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয়
ক্যাটিগরিতে প্রথম স্থান অধিকারী বাংলাদেশী মোহাম্মদ নাজম আবদুল কালাম
আজাদের হাতে পুরস্কারের ৮০ হাজার সৌদি রিয়াল তুলে দেয়া হয়েছে। একই সঙ্গে এ
প্রতিযোগিতায় বিজয়ী অন্যদের হাতেও পুরস্কারের অর্থ তুলে দেয়া হয়। গতকাল
অনলাইন আরব নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়, সমপ্রতি পবিত্র মক্কা নগরীতে
গ্র্যান্ড মসজিদে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়। এতে প্রথম ক্যাটিগরিতে প্রথম স্থান অর্জন করেন নাইজেরিয়ার
কবিরু আবুবাকের মুসা। দ্বিতীয় ক্যাটিগরিতে প্রথম স্থান অর্জন করেন
বাংলাদেশের আবদুল কালাম আজাদ।
আবুবাকের মুসাকে দেয়া হয় পুরস্কারের এক লাখ সৌদি রিয়াল। বাকি তিনটি ক্যাটিগরিতে প্রথম স্থান অধিকার করেন সৌদি আরবের আবদুল করিম আবুবাকের, আমিন মোহাম্মদ আফতাব আলম, মৌরিতাসের খালেদ মোহাম্মদ জবি। তাদেরকে দেয়া হয় যথাক্রমে ৬০ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার সৌদি রিয়াল।
জেদ্দা ভিত্তিক ইন্টারন্যাশনাল কোরআন মেমোরাইজেশন অর্গানাইজেশন-এর মহাসচিব আবদুল্লাহ বাসফার বলেছেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাগুলোর মধ্যে বাদশাহ আবদুল আজিজ প্রতিযোগিতা হলো মূল।
এ বছর এ প্রতিযোগিতায় ৬১টি দেশের ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী সালেহ আল আশেইক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি এসব ইসলামের বিরোধিতা সত্ত্বের সারা বিশ্বে ইসলামের প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন।
আবুবাকের মুসাকে দেয়া হয় পুরস্কারের এক লাখ সৌদি রিয়াল। বাকি তিনটি ক্যাটিগরিতে প্রথম স্থান অধিকার করেন সৌদি আরবের আবদুল করিম আবুবাকের, আমিন মোহাম্মদ আফতাব আলম, মৌরিতাসের খালেদ মোহাম্মদ জবি। তাদেরকে দেয়া হয় যথাক্রমে ৬০ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার সৌদি রিয়াল।
জেদ্দা ভিত্তিক ইন্টারন্যাশনাল কোরআন মেমোরাইজেশন অর্গানাইজেশন-এর মহাসচিব আবদুল্লাহ বাসফার বলেছেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাগুলোর মধ্যে বাদশাহ আবদুল আজিজ প্রতিযোগিতা হলো মূল।
এ বছর এ প্রতিযোগিতায় ৬১টি দেশের ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী সালেহ আল আশেইক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি এসব ইসলামের বিরোধিতা সত্ত্বের সারা বিশ্বে ইসলামের প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন।