চেতনা বার্তা ডেস্কঃ হেফাজতে ইসলামকে আগামী মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক যৌথসভায় কামরুল এ কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে পাকিস্তান পার্লামেন্টে পাস হওয়া নিন্দা প্রস্তাবের প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয়া হয়।
আজকের এ যৌথসভায় ঢাকা মহানগর ১৪ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আইন প্রতিমন্ত্রী বলেন, ‘হেফাজত যতই আস্ফালন করুক না কেন, তাদের সমাবেশ করতে দেয়া হবে না। কারণ তারা সমাবেশের নামে আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। নির্বাচনের আগে এমন পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া যায় না।’
বিএনপি, জামায়াত ও হেফাজতকে সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে কামরুল বলেন, ‘এদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধে নামতে হবে। লড়াই করতে হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা যেভাবে সামনের দিকে হাঁটছেন, সেটাই সঠিক পথ। প্রত্যেকের উচিত তাকে সহযোগিতা করা।’
রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক যৌথসভায় কামরুল এ কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে পাকিস্তান পার্লামেন্টে পাস হওয়া নিন্দা প্রস্তাবের প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয়া হয়।
আজকের এ যৌথসভায় ঢাকা মহানগর ১৪ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আইন প্রতিমন্ত্রী বলেন, ‘হেফাজত যতই আস্ফালন করুক না কেন, তাদের সমাবেশ করতে দেয়া হবে না। কারণ তারা সমাবেশের নামে আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। নির্বাচনের আগে এমন পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া যায় না।’
বিএনপি, জামায়াত ও হেফাজতকে সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে কামরুল বলেন, ‘এদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধে নামতে হবে। লড়াই করতে হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা যেভাবে সামনের দিকে হাঁটছেন, সেটাই সঠিক পথ। প্রত্যেকের উচিত তাকে সহযোগিতা করা।’