GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ঃ বগুড়ার গোকুলে গাড়ী পোড়ার দায়ে সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলসহ ২৪জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের। মামলার সুত্রে জানাগেছে, গত ২২ ডিসেম্বার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল আগমনী কোল্ডষ্টোরের সামনে মামলায় উল্লেখিত ব্যাক্তিরা রাস্তায় ব্যারিকেড দিয়ে দু’টি ট্রাক ভাংচুরের পর আগুন ধরিয়ে দেয় এসময় কোন লোকজন নাথাকায় ট্রাকদুটি সম্পর্ন পুড়ে যায়। মামলায় ২৪জনের নাম উল্লেখ করলেও আরও ২’শ জন অজ্ঞাত আসামী করা হয়েছে। উল্লেখিত আসামীরা হলো যথাক্রমে সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ, গোকুল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আইয়ুব খান, জিল্লুর রহমান, করিম, ফারুক, হারুন, আশিষ, গোকুল ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক টুকু, নিশিন্দারা ইউপি সদস্য শাহজাহান আলী তালুকদার, সদর থানা বিএনপিনেতা পিলু, ইউপি সদস্য নূর, গাড়ী ব্যাবসায়ী কামরুল, বিএনপিনেতা শফিকুল, আকুল, ছনি, হামিদুর রহমান ডাবলু, টিটু, রফিকুল, ছাইফুল, ফরিদ, মুকুল, তাকি, লুৎফর। মামলায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে এবং স্থানিয় দ’ুজন বিএনপি কর্মীকে সাক্ষী  করায় এলাকায় ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। এব্যাপরি মামলায় উল্লেখিত ১নং আসামী বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ জানান, মামলাটি সম্পর্ন মিথ্যা রাজনৈতি ভাবে হয়রানির জন্যই মামলাটি করা হয়েছে।
Comments
0 Comments
 
Top