নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে একই রাতে ১৩টি খড়ের পালায় অগ্নি সংযোগ করার সংবাদ পাওয়া গেছে। জানা যায়, মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া গ্রামে গত ১৯ ডিসেম্বর দিবাগত গভীর রাতে কে বা করা একই গ্রামের আবু হাসান, শাহজাহান, ছামছুল আলম, নাছির (তালতলা), রুবেল (মিরাপাড়া), পিয়ারা, নজমুল মাষ্টার, নরুন্নবী, মোফাজ্জল, ফেরদৌস, আব্দুল খালেক, শাহ আলম, নাজে সাহানা ১৩টি পরিবারের গরুর খাদ্য হিসাবে পরিচিত খড়ের পালায় একের পর এক অগ্নী সংযোগ করে। গরুর খাদ্য সংকট করার অপচেষ্টার নিয়জিত ব্যক্তিরা করা বিষয়টি নিয়ে কৃষকেরা চিন্তিত। উক্ত ঘটনাটি নিয়ে সচেতন মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রীয়া।
শিবগঞ্জের মাঝিহট্টে ১৩ টি খড়ের পালায় অগ্নি সংযোগ
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে একই রাতে ১৩টি খড়ের পালায় অগ্নি সংযোগ করার সংবাদ পাওয়া গেছে। জানা যায়, মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া গ্রামে গত ১৯ ডিসেম্বর দিবাগত গভীর রাতে কে বা করা একই গ্রামের আবু হাসান, শাহজাহান, ছামছুল আলম, নাছির (তালতলা), রুবেল (মিরাপাড়া), পিয়ারা, নজমুল মাষ্টার, নরুন্নবী, মোফাজ্জল, ফেরদৌস, আব্দুল খালেক, শাহ আলম, নাজে সাহানা ১৩টি পরিবারের গরুর খাদ্য হিসাবে পরিচিত খড়ের পালায় একের পর এক অগ্নী সংযোগ করে। গরুর খাদ্য সংকট করার অপচেষ্টার নিয়জিত ব্যক্তিরা করা বিষয়টি নিয়ে কৃষকেরা চিন্তিত। উক্ত ঘটনাটি নিয়ে সচেতন মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রীয়া।