চেতনা বার্তা ডেস্কঃ মহানায়িকার শেষকৃত্য সম্পন্ন হলো কলকাতার কেওড়াতলা মহাশশ্মানে। একমাত্র
মেয়ে মুনমুন সেন মায়ের মুখে মুখাগ্নি করেন। শুক্রবার ভারত সময় দুপুর ১টা ৪৬
মিনিটে তার শেষ কৃত্য সম্পন্ন হয়। (খবর-জিনিউজ)।
২৬ দিন মৃত্যুর সাথে লড়াইয়ের পর মহানায়িকার মহাপ্রস্থান হলো। বাংলাদেশের পাবনা জেলায় জন্ম নেয়া এক সময়কার রমা সেন আজ নিথর হয়ে গেছেন সবাইকে কাঁদিয়ে। শুক্রবার দুপুরেই তার মরদেহ পৌঁছেছে কলকাতার বালিগঞ্জের নিজ বাড়িতে।
চন্দনকাঠে পোড়ানো হলো তাকে। তার জন্য সকাল থেকেই পৌরসভার তরফ থেকে সাজানো হয় কাঠের চুল্লি। কেওড়াতলা শ্মশানের সি আর গ্রাউন্ডে মহানায়িকার শেষকৃত্য সম্পন্ন হয়। কড়া নিরাপত্তায় কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। পুরো চত্বর ঘিরে ছিলো পুলিশের উপস্থিতি।
দুপুর ২টা থেকে সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। মহানায়িকার মহাপ্রস্থানের পথে অগণিত ভিড় ঠেকাতে প্রশাসন ইতিমধ্যেই তৎপর রয়েছে।
২৬ দিন মৃত্যুর সাথে লড়াইয়ের পর মহানায়িকার মহাপ্রস্থান হলো। বাংলাদেশের পাবনা জেলায় জন্ম নেয়া এক সময়কার রমা সেন আজ নিথর হয়ে গেছেন সবাইকে কাঁদিয়ে। শুক্রবার দুপুরেই তার মরদেহ পৌঁছেছে কলকাতার বালিগঞ্জের নিজ বাড়িতে।
চন্দনকাঠে পোড়ানো হলো তাকে। তার জন্য সকাল থেকেই পৌরসভার তরফ থেকে সাজানো হয় কাঠের চুল্লি। কেওড়াতলা শ্মশানের সি আর গ্রাউন্ডে মহানায়িকার শেষকৃত্য সম্পন্ন হয়। কড়া নিরাপত্তায় কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। পুরো চত্বর ঘিরে ছিলো পুলিশের উপস্থিতি।
দুপুর ২টা থেকে সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। মহানায়িকার মহাপ্রস্থানের পথে অগণিত ভিড় ঠেকাতে প্রশাসন ইতিমধ্যেই তৎপর রয়েছে।