GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচন ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আলোকে আগামী ৩ দিনের মধ্যে শপথ নিবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। ভোট কারচুপির অভিযোগে যশোরের নবনির্বাচিত সরকারদলীয় ২ সংসদ সদস্যকে বাদ দিয়ে এ গেজেট প্রকাশ করা হয়েছে। এ আগে মঙ্গলবার এই ২ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইসি।

বুধবার দুপুর সোয়া দুইটায় গেজেট প্রকাশিত হয়। নির্বাচনের ৩ দিনের মাথায় প্রকাশিত হলো নির্বাচনী ফলাফলের গেজেট।

তবে গেজেট নেই যশোর-১ ও যশোর-২ আসনের ফলাফল। অধিকাংশ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় এ দুই আসনের ফলাফল গেজেট আকারে পরবর্তীতে প্রকাশ করা হবে।

বুধবার দুপুরে গেজেট প্রকাশের আগে ইসি এই সিদ্ধান্ত নেয়। সেই হিসেবে মোট ২৯০ জন সংসদ সদস্যের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

এদিকে আগামী তিন দিনের মধ্যেই শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরা। সংবিধানের ১৪৮(২)ক অনুচ্ছেদ অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

মঙ্গলবার রাতে কমিশন সভায় যশোরের দুই সংসদ সদস্যকে শোকজ করার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার নোটিশ দেয়। তাদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির ষড়যন্ত্রের প্রমাণও পেয়েছে নির্বাচন কমিশন।

কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে তাদের সংসদ সদস্য বাতিল এবং কারাদ- দেয়ার বিধান রয়েছে।

ভোটগ্রহণের আগে যশোর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার বেয়াই উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে যশোর-২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মনিরুল ইসলাম নির্বাচন নিয়ে বেফাঁস মন্তব্য করেন।

আফিল উদ্দিন তার বেয়াইয়ের পক্ষে প্রচারণায় নেমে প্রকাশ্যে প্রতিটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের ১০০ জন কর্মী ভোটকেন্দ্র দখল করে বেলা ১১টা ৫৯ মিনিটের মধ্যে ‘নৌকা প্রতীকের জয় সুনিশ্চিতকরণ’-এর ফর্মূলা দেন।

তিনি বলেন, আওয়ামী লীগের ১০০ কর্মী কেন্দ্রে থাকবে, পালাক্রমে ভোট দেবে। কর্মীদের সাহস দিয়ে আফিল উদ্দিন বলেন, আপনারা যদি কোনো প্রশাসনিক সমস্যায় পড়েন আমাকে বলবেন, আমি জবাব দেবো। তার (বেয়াই) জন্য যা যা করণীয় ভোটের মধ্যে তা কিন্তু করা লাগবে। কী করা লাগবে, আমি তা মাইকে বলতে পারবো না। একা একা জিজ্ঞেস করবেন, বলে দেবো।

ইসি জানায়, যশোরের নির্বাচনী তদন্ত কমিটির চেয়ারম্যান মোঃ জামাল হোসেন তদন্ত করে এর সত্যতা পেয়েছেন। বিষয়টি তিনি ইসিকে জানিয়েছেন।

ইসির কর্মকর্তারা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের ৮১ ধারা অনুযায়ী অভিযুক্ত ২ জনের ৩ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত জেল হতে পারে এবং ৯১ (ই) ধারা অনুযায়ী এদের প্রার্থিতা বাতিল করতে পারে ইসি।
Comments
0 Comments
 
Top