
বাকি তিনজন হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
হেফাজতের সঙ্গে সংঘর্ষে পুলিশ নিহতের ঘটনায় মতিঝিল থানার মামলায় ৭ দিনের রিমান্ড শুনানি হওয়ার কথা থাকলেও আসামিদেরকে আদালতে না আনার কারণে শুনানি হতে পারেনি। এছাড়া মতিঝিল থানার ১২(৫)১৩ নম্বর মামলায় উল্লেখিতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।