
জানা যায়, বৃহস্পতিবার রাতে মাগুরার শালিখা থানার হাজরাহাটি গ্রামের তুজাম সরদার, কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কুরচাব গ্রামের আব্দুল লতিফ, নোয়াখালীর বেগমগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের নূরে আলম এবং শুক্রবার ভোরে গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার ফকিরহাটখোলা এলাকার আব্দুর রব শেখ বার্ধক্যজনিত ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এবারও দুই পর্বে ভাগ হয়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২৪ জানুয়ারি বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় ২৬ জানুয়ারি। চার দিন বিরতির পর আজ শুক্রবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা।