বগুড়া থেকে এস,এম,আকাশ ঃ মঙ্গলবার সকালে বগুড়া সদর উপজেলার টেংরা বাজারে জুয়া খেলাকে কেন্দ্র করে ৩টি গ্রাম বাসির মধ্যে সংঘর্ষে ৫জন আহত,বাড়িঘর ভাংচুর,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট প্রায় ৮/৯ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন পুলিশি হস্থক্ষেপে পরিস্থিতি শান্ত ।
জানা যায় সকাল অনমান ৯ টা টেংরা বাজারে জুয়া খেলাকে কেন্দ্র করে ছোট টেংরা গ্রামের কিছু যুবক দের সাথে পার্শবতি চকরাম পুর,ধরম পুর ও বড় টেংরা গ্রামের কিছু যুবক সাথে ২/৩ দিন পূর্ব থেকে দ্বন্দচলে আসছিল উক্ত গঠনা জের ধরে ছোট টেংরা গ্রামের আবুল আবুল হোসেনের পুত্র নামজা ডিগ্রী কলেজের ছাত্র জুয়েল রানা (২০)কে গতসোমবার মারপিট করে আহত করে এ ঘটনা চার দিকে ছড়িয়া পড়িলে গতমঙ্গলবার সকালে তিন টি গ্রামের নারী/পুরুষ হাতে লাঠি,সোটা, দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া টেংরা বাজারে ছোট টেংরা গ্রামের আবুল হোসেনের স্বাধীন বস্ত্র বিতানে লুটপাট চালিয়ে অনুমান ৫/৬ লক্ষাধিক মালামাল লুটপাট,হজরত আলী মুদি দোকানে ৪০/৫০ হাজার টাকা ও একই গ্রামের সাবŸির হোসেনের মুদি দোকানে রংঙ্গিন টিভি,ফ্রিজ, আসবাব পত্র সহ অনুমান লক্ষাধিক ক্ষতিসাধন ও আলী হাসানের বাড়ী মিরাজুলের বাড়ীতে হামলা চালিয়া ক্ষতিসাধন করে এ সময় উভয় পক্ষে ৭ জন আহত হয় । আহতরা হলো সোয়েল রানা (২২),আহসান হাবিব রাছেল (২৫),আপেল (২৫), মিরাজুল (৩০),পুতুল (৪৫),জবেদ আলী(৫৫),আহত হয়েছে আহতদেরকে স্থানীয় ক্লিনিকে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ সময় এলাকাবাসী বগুড়া সদরের রজাকপুর গ্রামের কামরুল ইসলাম (২৫) নামের এক যুবক কে হাতে নাথে ধরে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে। কামরুলের লোক জনের চাপের মুখে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে যে কোন মহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে সংবাদ পেয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাইজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায় সকাল অনমান ৯ টা টেংরা বাজারে জুয়া খেলাকে কেন্দ্র করে ছোট টেংরা গ্রামের কিছু যুবক দের সাথে পার্শবতি চকরাম পুর,ধরম পুর ও বড় টেংরা গ্রামের কিছু যুবক সাথে ২/৩ দিন পূর্ব থেকে দ্বন্দচলে আসছিল উক্ত গঠনা জের ধরে ছোট টেংরা গ্রামের আবুল আবুল হোসেনের পুত্র নামজা ডিগ্রী কলেজের ছাত্র জুয়েল রানা (২০)কে গতসোমবার মারপিট করে আহত করে এ ঘটনা চার দিকে ছড়িয়া পড়িলে গতমঙ্গলবার সকালে তিন টি গ্রামের নারী/পুরুষ হাতে লাঠি,সোটা, দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া টেংরা বাজারে ছোট টেংরা গ্রামের আবুল হোসেনের স্বাধীন বস্ত্র বিতানে লুটপাট চালিয়ে অনুমান ৫/৬ লক্ষাধিক মালামাল লুটপাট,হজরত আলী মুদি দোকানে ৪০/৫০ হাজার টাকা ও একই গ্রামের সাবŸির হোসেনের মুদি দোকানে রংঙ্গিন টিভি,ফ্রিজ, আসবাব পত্র সহ অনুমান লক্ষাধিক ক্ষতিসাধন ও আলী হাসানের বাড়ী মিরাজুলের বাড়ীতে হামলা চালিয়া ক্ষতিসাধন করে এ সময় উভয় পক্ষে ৭ জন আহত হয় । আহতরা হলো সোয়েল রানা (২২),আহসান হাবিব রাছেল (২৫),আপেল (২৫), মিরাজুল (৩০),পুতুল (৪৫),জবেদ আলী(৫৫),আহত হয়েছে আহতদেরকে স্থানীয় ক্লিনিকে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ সময় এলাকাবাসী বগুড়া সদরের রজাকপুর গ্রামের কামরুল ইসলাম (২৫) নামের এক যুবক কে হাতে নাথে ধরে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে। কামরুলের লোক জনের চাপের মুখে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে যে কোন মহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে সংবাদ পেয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাইজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।