খোকার রাগ
মোঃ আব্দুর রহিম
উপজেলা নির্বাহী অফিসার
বগুড়া, সদর বগুড়া।
উপজেলা নির্বাহী অফিসার
বগুড়া, সদর বগুড়া।
আপন মনে মনে
শিখবে খোকা খেলার ছলে
মুক্ত পরিবেশে।
সেধেছে পিতা-মাতা
হরেক রকম বই খাতা
পড়তে হবে নিয়মিত
খেলাধুলা ছেড়ে।
খোকার মাথায় বুদ্ধি ভরা
ভবিষ্যতের অগ্নিঝরা
খেলার মাঝেই পড়ায় লেখায়
ভবিষ্যতের মানুষ গড়া।
এই জন্য খোকা করল পণ
খাবেনা আর কোনকিছু
রাগ হলো তার মন।
ভাংচুর করল খোকা
জিনিষপত্র, খেলনা
খবর পেল পুলিশ দল
এসে বলল পালাবেনা।
ধর্মঘট শুরু হলো খোকার স্কুলেতে
সবার দাবী পুলিশ কেন
শিশু নির্যাতনে?
অবশেষে পুলিশ গেল চলে
খোকার রাগ পানি হলো
খেলবে আপন মনে।
মোঃ আব্দুর রহিম
উপজেলা নির্বাহী অফিসার
বগুড়া, সদর বগুড়া।
উপজেলা শিক্ষা অফিসার
ধোবাউড়া, ময়মনসিংহ।