GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com



স্টাফ রিপোর্টারঃ রাষ্ট্রীয় সন্মাননা ছাড়াই সদরের বারপুর গ্রামের মুক্তি যোদ্ধা বজলার রহমান (৭০)কে দাফন করা হলো।
জানা গেছে,বারপুর গ্রামের পন্ডিতুল্যা সোনারের পূত্র বজলার রহমান গত বুধবার সকালে ইন্তেকাল করেন। সে মুক্তি যুদ্ধের সময় ৭নং সেক্টরের অধিনে যুদ্ধ করেছিল।তার এফএফ নং ১০৫০৯।মুক্তি যোদ্ধা হওয়া সত্ত্বেও তাকে প্রশাসনিক ভাবে সন্মানান জানানো হয়নি এব্যাপরে তার  ভাতিজা হেলাল উদ্দিন ও পূত্র খোকনের সাথে কথা বললে তারা জানায়,বজরার রহমানের না কি মুক্তিযোদ্ধা তালিকার গ্যাজেটে নাম নাই।তারা মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার ও উপজেলা সমাজ সেবা অফিসারের কাছে গিয়েও কোন ফল পায়নি। এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা হিসাবে বজলার রহমানের নাম না থাকায়, সরকারী ভাবে আমরা কোন সন্মাননা জানাতে পারিনা,এটা আমার কাজ নয়।জেলা কমান্ডারের পক্ষ থেকে আমাদেরকে যে ভাবে নির্দেশনা দেওয়া হয় আমরা সে ভাবে কাজ করি।মুক্তি যুদ্ধের সময়ের প্রত্যক্ষদর্শিরা জানান,বজলার রহমান গরীব পরিবারে জন্ম গ্রহণ করার কারনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়নি। এ ঘটনায় সুষ্ট তদন্ত সাপেক্ষে বজলার রহমানের মুক্তি যুদ্ধেও সময়ের অবদানের কথা স্মরণ করে তার পরিবারকে সম্মান প্রদানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি এলাকাবাসী আহবান জানায়।
Comments
0 Comments
 
Top