GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com



স্টাফ রিপোর্টারঃ  বগুড়া সদরের ৭নং শেখেরকোলা ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রশিদ মৃধা বলেছেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম শিক্ষার মাধ্যমে মানুষ সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হয়, পাপ কাজ ও অন্যায় থেকে বিরত থাকে। তাই জনগণের শান্তি ও দুর্নীতি প্রতিরোধে ইসলাম ধর্ম শিক্ষার বিকল্প নেই। মঙ্গলবার বগুড়া সদরের বালা কৈগাড়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা কমিটির উদ্যোগে এক বিরাট তাফরিসরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। অত্র মাদ্রাসার সেক্রেটারী আলহাজ্ব মো: রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নতুন সরকার, আব্দুস ছালাম, সামছুল হক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তাফসির ফরমান নাটোরের গনপুর্তি স্টাফ  কোয়াটার জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাও: মো: আ: আউয়াল নাটোরী। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন হযরত মাও: মোহাম্মদ আবু হাসান ফারুকী, মাও: মো: আ: বারী, তরুন ওয়াজীন হযরত মাওলানা মো: রুহুল আমীন তালুকদার, মাও: মো: আ: জলিল আকন্দ প্রমুখ।
(আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: ১৪-০১-২০১৫ইং) 
Comments
0 Comments
 
Top