চেতনা বার্তা ডেস্কঃ এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
হচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। এদিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষার সূচি অনুযায়ী, ৯
ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি
তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি সকাল ১০ থেকে ১টা এবং
বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত।
বিশ্ব ইজতেমার কারণে বিভিন্ন মহল থেকে
পরীক্ষা পেছানোর দাবি জানানো হচ্ছিল। এজন্য পরীক্ষার পিছিয়ে ৯ ফেব্রুয়ারি
করা হয়েছে। সাধারণত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে থাকে। ১৬ মার্চ
সংগীত বিষয়ের ও ১৭ থেকে ২২ মার্চ পর্যন্ত বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের
ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সূচির সঙ্গে নির্দেশনায় বলা
হয়েছে, পরীক্ষার ফল প্রকাশের সাতদিনের মধ্যে ফল পুনঃনিরীক্ষণের জন্য
শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।