GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com



স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বগুড়া সদরের বগুড়া-রংপুর মহাসড়কে বাঘোপাড়া বন্দরে সিএনজি-ইটভাঙ্গা ট্রলীর মুখোমুখি সংর্ষে নিহত ১ আহত ২।
সরেজমিনে দেখা যায়, ৫ জন যাত্রী নিয়ে বগুড়া হতে মহাস্থানে আসার পথে সিএনজি ও অপর দিক থেকে আসা ইট ভাঙ্গা ট্রলীটি ব্রেক ফেল হয়ে সিএনজি’র সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। সংঘর্ষে সিএনজি যাত্রী শিবগঞ্জের সৈয়দ পুর ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের লাল মিয়ার পুত্র শিবগঞ্জ এম.এইচ ডিগ্রী কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জাকির হোসেন (৪০) কে আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে শিবগঞ্জ থানার আলাদীপুর গ্রামের হাসমত আলীর পুত্র আবু ছালাম (৫০), জয়পুর হাট জেলার কালাই থানার বাঁহুতি গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র রাসেল (৩২) গুরুত্বর আহত হয়ে টিএমএসএস রফাতুলল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিএনজির সামনের-ডানের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘাতক ট্রলীটি অপরিবর্তিত থাকে। এসময় ট্রলী চালক পালিয়ে যায়।

Comments
0 Comments
 
Top